''সুশান্তের মত কিছু হলে জানবেন আমি আত্মহত্যা করি নি''

 কেনই প্রধানমন্ত্রীকে ট্যাগ করে টুইট করেছেন? তারও উত্তর Zee ২৪ ঘণ্টাকে দিয়েছেন পায়েল ঘোষ।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Sep 20, 2020, 02:47 PM IST
''সুশান্তের মত কিছু হলে জানবেন আমি আত্মহত্যা করি নি''

শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায়​  

অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী পায়েল ঘোষ। তাঁর সঙ্গে অনুরাগ কাশ্যপ ঠিক কী করেছিলেন তা Zee ২৪ ঘণ্টাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন পায়েল। তবে অনুরাগের বিরুদ্ধে কেন তিনি এত দিন পর মুখ খুলছেন, আর কেনই বা প্রধানমন্ত্রীকে ট্যাগ করে টুইট করেছেন? খুব স্বাভাবিক ভাবে অনেকের মনে প্রশ্ন উঠতেই পারে। আর তারও উত্তর Zee ২৪ ঘণ্টাকে দিয়েছেন পায়েল ঘোষ।

পায়েল ঠিক কী বলেছেন?

পায়েল বলেন, ''এত যে লোকের সামনে উনি (অনুরাগ) ভালো সাজার চেষ্টা করছেন। রিয়াকে বাঁচাতে চাওয়ার কথা বলছেন, আরও অনেক নাটক করছেন। তাই আমার মনে হয়েছে ওনার আসল চেহারাটা সকলের সামনে তুলে ধরি। সকলের জানা উচিত, অনুরাগ কাশ্যপ মানুষটা ঠিক কেমন?''

আরও পড়ুন-নীল ছবি চালিয়ে পায়েলকে শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব, অনুরাগের বিরুদ্ধে বিস্ফোরক বাঙালি-কন্যা

আরও পড়ুন-বিয়ের পর প্রথম পুজো, মিথিলাকে কী উপহার দিলেন সৃজিত?

বর্তমানে মাদকচক্র নিয়ে উত্তাল বি-টাউন। তারই মাঝে পায়েল অনুরাগের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, তাতে তাঁর পাশে দাঁড়িয়েছেন কঙ্গনা রানাউত। এমনকি মহিলা কমিশনের চেয়ারপার্সনও পায়েলের কাছ থেকে পুরো ঘটনা জানতে চেয়েছেন। প্রশ্ন উঠতেই পারে কে এই পায়েল, যিনি প্রধানমন্ত্রীকে ট্যাগ করে টুইট করলেন? 

এপ্রসঙ্গে পায়েল বলেন, ''প্রধানমন্ত্রী শুধু বড় তারকাদের দিকেই নজর রাখবেন, এমনটা নয়। প্রত্যেককেই তিনি দেখবেন। কে বলতে পারে কাল আমার সঙ্গে সুশান্তের মতো কিছু হবে না? যদি এমন ঘটে সকলের জানা উচিত, ঘটনার পিছনে আসলে কারা রয়েছেন? সোশ্যাল মিডিয়াতে বলার এটাই উদ্দেশ্য, আমার সঙ্গে অন্যরকম কিছু ঘটলে, লোকজন যেন বোঝেন যে আমি আত্মহত্যা করিনি। আমায় মেরে ফেলা হয়েছে। আমাকে অনেকেই সতর্কও করেছেন, বলেছেন ওরা মাফিয়া, অনেক কিছুই করতে পারেন। আমি নিরাপত্তা চেয়ে মুম্বই পুলিসকেও জানিয়েছি, মোদীজিকে ও জানিয়েছি। সংবাদমাধ্যমের অনেক বন্ধুরা রয়েছেন। তাঁরা আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিও লিখতে বলেছেন। আমি মানসিক অবসাদের কথা বলেছিলাম, এই তত্ত্বটা কাজে লাগিয়ে ওরা বলতেই পারেন, যে আমি আত্মহত্যা করেছি।'' 

মুম্বই পুলিস তাঁকে কীভাবে সাহায্য করছেন?  এর উত্তরে পায়েল বলেন, ''ওঁরা এখনও জানাননি, তবে নিরাপত্তার বিষয়টা দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। আমি লোখান্ডওয়ালেতে থাকি। সত্যি কথা বলতে, মুম্বই খুবই নিরাপদ জায়গা। এবার সুশান্তের বিষয়টি কী হয়েছে, আমি জানি না। যদি তাতে বড় কোনও লোকজন জড়িত থাকে, তাহলে পুলিস চাইলেও কিছু করতে পারবে না। তা না হলে মুম্বই পুলিস সত্যিই ভীষণ ভালো কাজ করে।''

টুইট করার পর থেকে অনুরাগ বা তাঁর পিআর টিমের তরফে এখনও তাঁর সঙ্গে কেউ যোগযোগ করেননি বলে জানান পায়েল। পায়েলের কথায়, '' আর বললেও বা কী, আমি কোনও মিথ্যা বলছি না। তবে আমি বলার পর আমার দাদা খুব রেগে গিয়েছেন। বাড়িতে জানলে হয়ত আমাকে মুখ খুলতেও দিত না। খুব স্বভাবিকভাবেই ওঁরা ভয় পান।  আমি মূলত দক্ষিণী ছবিতে কাজ করছি। ওখানকার ফিল্ম ইন্ডাস্ট্রিতে এভাবে কোনও ব্যবহারের মুখোমুখি হতে হয়নি কখনও।''

প্রসঙ্গত, পায়েল ঘোষের বাবা-মা কলকাতায় শ্যামবাজার এলাকায় থাকেন। কলকাতার স্কটিশচার্চ থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন পায়েল।

.