গরমে কীভাবে সাজবেন? লিখলেন অনিরুদ্ধ চাকলাদার
সাজটাকে অস্বীকারও তো করা যায় না, কারণ, গরমে বিভিন্ন অনুষ্ঠান থাকে, তাই সাজগোজ তো একটু করতেই হয়।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=qJAr6qVx)
![গরমে কীভাবে সাজবেন? লিখলেন অনিরুদ্ধ চাকলাদার গরমে কীভাবে সাজবেন? লিখলেন অনিরুদ্ধ চাকলাদার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/04/15/316372-7ad17569-d723-4838-ae0e-7779f0f304cd.jpg)
অনিরুদ্ধ চাকলাদার : গরমের সাজ, কথাটা যেন একটু অস্বস্তি তৈরি করে। কারণ, গরমে সাজাটা একটু কঠিন। তবে সাজটাকে অস্বীকারও তো করা যায় না, কারণ, গরমে বিভিন্ন অনুষ্ঠান থাকে, তাই সাজগোজ তো একটু করতেই হয়।
তবে গরমের সাজের প্রসঙ্গে আমার পরামর্শ যতটা সম্ভব সাদামাটা, ছিমছাম সাজ করাই ভালো। খুব বেশি মেকআপ, ক্রিম জাতীয়, গ্লসি প্রসাধনী না ব্যবহার করাই ভালো। মেকআপ ম্যাট আর তাতে খুব হালকা ন্যাচরাল লাইট রাখাই ভালো। তবে গরমে সানস্ক্রিন ব্যবহার করতেই হয়। সানস্ক্রিনের উপর কমপ্যাক্ট লাগান, তারপর পাওডার, ব্লাশার, আইশ্যাডো ব্যবহার করতে পারেন। গরমে ম্যাট লিপস্টিকই লাগান, গ্লসি নয়। গরমের সাজে আরও একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ফ্রেশ সুগন্ধি ব্যবহার করুন। সুগন্ধিতে ফুলের কিংবা অন্যকোনও হালকা গন্ধ হতে পারে।
আরও পড়ুন-১লা বৈশাখে বাবার দোকানের জন্য মিষ্টির বাক্স তৈরির মধ্যেই সৃষ্টির আনন্দ খুঁজেছি: পাওলি
তবে শুধু মেকআপ তো নয়, গরমের সাজে পোশাকেরও একটা বিষয় থাকে। আমার মনে হয় গরমে সুতি কিংবা হালকা ফেব্রিকের পোশাক পরাই ভালো। তবে রোদ থেকে বাঁচতে শরীর ঢাকা পোশাক পরাই বাঞ্ছনীয়। গরমের দিনে এভাবে সাজলে মনও ভালো থাকবে, দেখতেও ভালো লাগবে।