কুমার শানুর বিরুদ্ধে এফআইআর দায়ের
গত রবিবার দীর্ঘ রাত পর্যন্ত বিহারের মুজফ্ফরপুরে মাইক বাজিয়ে অনুষ্ঠান করেছেন কুমার শানু।
নিজস্ব প্রতিনিধি : এই তো কিছুদিন আগের কথা। মেয়ে শ্যাননকে দত্তক নেওয়ার কথা জানিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন কুমার শানু। এত বড় একখানা কাজ করার জন্য অনেকেই তাঁর সুনাম করেছিলেন। ফের খবরের শিরোনামে তাঁর নাম। এবার অবশ্য বিপরীত কারণে। পুলিশি ঝামেলায় নাম জড়ালো তাঁর। গত রবিবার দীর্ঘ রাত পর্যন্ত বিহারের মুজফ্ফরপুরে মাইক বাজিয়ে অনুষ্ঠান করেছেন কুমার শানু। রাত ১০ টার পরও তারস্বরে মাইক বাজিয়ে চলে তাঁর অনুষ্ঠান। যার জেরে পুলিশের কাছে ওই অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সঙ্গে নাম জড়ায় শানুর।
আরও পড়ুন- গুরুতর অসুস্থ দিলীপ কুমার, ভর্তি হাসপাতালে
মুজফ্ফরপুরের পুলিশ কর্মকর্তা সংবাদসংস্থা এএনআই-কে জানান, 'রাত ১০টার পরও লাউডস্পিকার বাজিয়ে অনুষ্ঠান চলছিল। আমাদের কাছে অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।' ৬০ বছর বয়সী কুমার শানুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। রবিবার রাতে মুজাফ্ফরপুরের একটি স্কুলের মধ্যেই চলছিল অনুষ্ঠান। সেখানেই তারস্বরে মাইক বাজানো হচ্ছিল। শব্দের তীব্রতা এতটাই ছিল যে স্থানীয় বাসিন্দারা আপত্তি জানান। কিন্তু অনুষ্ঠান তাতে বন্ধ হয়নি। এমনকী মাইকের তীব্রতাও কমানো হয়নি।
আরও পড়ুন- সোনু সুদের সঙ্গে সম্পর্ক, ফের বিতর্কে কঙ্গনা