Paran Bandopadhyay: 'যতদিন বাঁচব রায় বাড়ির ঘরে আমার স্থায়ী ঠাঁই',পরাণ বন্দ্যোপাধ্যায়

সন্দীপ রায়ের হাত ধরে এবার টলিউড পেতে চলেছে নতুন ফেলুদা, তোপসে ও জটায়ুর জুটি।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jun 15, 2022, 08:50 PM IST
Paran Bandopadhyay: 'যতদিন বাঁচব রায় বাড়ির ঘরে আমার স্থায়ী ঠাঁই',পরাণ বন্দ্যোপাধ্যায়

অনুসূয়া বন্দ্যোপাধ্যায়: শুরু হল সন্দীপ রায়ের আগামী ছবি হত্যাপুরীর শুটিং। তাঁর হাত ধরে এবার টলিউড পেতে চলেছে নতুন ফেলুদা, তোপসে ও জটায়ুর জুটি। টলিউডের নতুন ফেলুদা হচ্ছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, আর একথা সবার প্রথমে দর্শক ও পাঠকদের জানিয়েছিল জি ২৪ ঘণ্টা। এবার ছবির পুরো কলাকুশলীদের সামনে আনলেন পরিচালক সন্দীপ রায়। 

পরিচালক সন্দীপ রায়ের হাত ধরে ফের বড়পর্দায় ফিরছে 'ফেলুদা'। সত্যজিৎ রায় রচিত ফেলুদার বিখ্যাত উপন্যাস 'হত্যাপুরী' অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন তিনি। এবারের প্রেক্ষাপট পুরী। জুন মাস থেকে শ্যুটিং শুরু হয়েছে ‘হত্যাপুরী’র, কিছুদিন পরেই ছবির শুটিংয়ে পুরী পাড়ি দেবে গোটা টিম। এখানে তোপসের চরিত্রে আয়ুশ দাস আর জটায়ুর চরিত্রে দেখা যাবে অভিজিৎ গুহকে। এছাড়াও ছবিতে ডি.জি সেনের চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্য়ায়কে। 

আরও পড়ুন-Brahmastra : জুতো পরে মন্দিরের ঘণ্টা বাজিয়ে বিতর্কে রণবীর, উঠল বয়কট বলিউডের ডাক

জি ২৪ ঘণ্টাকে পরাণ বন্দ্যোপাধ্যায় বলেন,'বোম্বাইয়ের বোম্বেটে থেকে পথ চলা শুরু। সেই থেকে আমায় আর ফিরে তাকাতে হয়নি। এখনও চলেছি।' গলা ধরে এল পরাণ বন্দ্যোপাধ্যায়ের। চোখের কোণে চিকচিক করে উঠল জল। আবেগপ্রবণ হয়ে বলে উঠলেন, 'এই আনন্দ আমার কাছে অনেকটা।'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)      

 

.