এক্সের সঙ্গে ঘনিষ্ঠ পূজার বয়ফ্রেন্ড, দেখে কী করলেন প্রাক্তন মিস ইন্ডিয়া..

পূজা চোপড়াকে মনে আছে তো? ২০০৯ সালে যিনি ফেমিনা মিস ইন্ডিয়া হয়েছিলেন। প্রাক্তন মিস ইন্ডিয়া পূজা চোপড়ার সঙ্গে এবার কি হল জানেন?

Updated By: Nov 27, 2017, 11:07 PM IST
এক্সের সঙ্গে ঘনিষ্ঠ পূজার বয়ফ্রেন্ড, দেখে কী করলেন প্রাক্তন মিস ইন্ডিয়া..

নিজস্ব প্রতিবেদন : পূজা চোপড়াকে মনে আছে তো? ২০০৯ সালে যিনি ফেমিনা মিস ইন্ডিয়া হয়েছিলেন। প্রাক্তন মিস ইন্ডিয়া পূজা চোপড়ার সঙ্গে এবার কি হল জানেন?

স্পটবয় ডট কম-এর খবর অনুযায়ী, সম্প্রতি পূজা চোপড়া নাকি তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে অন্য কাউকে দেখতে পান। ওই দু’জনকে একই বিছানায় ‘কম্প্রোমাইজিং পজিশনে’ দেখতে পান পূজা। জানা যায়, যে মহিলার সঙ্গে ওই ব্যক্তিকে একই বিছানায় দেখা যায়, তিনি নাকি পূজার বয়ফ্রেন্ডের  এক্স গার্লফ্রেন্ড। এক্স-এর সঙ্গে বিশেষ বন্ধুকে ওই অবস্থায় দেখতে পেয়ে, সঙ্গে সঙ্গে তাঁকে ফোন করেন পূজা।  এবং, ভেঙে দেন সব সম্পর্ক।  

আরও পড়ুন : ধর্মেন্দ্রপুত্র ববি দেওলকে দেখলে চিনতে পারবেন!

জানা যচ্ছে, বয়ফ্রেন্ডের কীর্তি দেখানোর জন্য কেউ তাঁদের ওই ছবি পূজাকে পাঠান। আর সেই ছবি দেখেই বয়ফ্রেন্ডের আসল ছবি প্রকাশ পেয়ে যায় প্রাক্তন মিস ইন্ডিয়া তথা মডেলের কাছে। এরপরই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি। শোনা যচ্ছে, ওই রকম বন্ধু থাকার চেয়ে না থাকাই ভাল বলেও নাকি ঘনিষ্ঠ মহলে মন্তব্য করেন পূজা।  

ছবি-টুইটার 

.