'পদ্মাবত' নিয়ে কী সিদ্ধান্ত নিল পাকিস্তান, দেখুন
‘পদ্মাবত’-এর মুক্তি ঘিরে যখন বিক্ষোভে উত্তাল ভারতের বেশ কিছু রাজ্য, সেই সময় পাকিস্তানে দেখা গেল অন্য ছবি। পদ্মাবত নিয়ে পাকিস্তানে কোনও প্রতিবাদ, বিক্ষোভ হবে না। স্পষ্ট জানিয়ে দিল পাক প্রশাসন। পাশাপাশি দীপিকা পাডুকনের সিনেমা নিয়ে ভারতের প্রতিবেশী ইতিমধ্যেই সবুজ সঙ্কেত দিয়েছে বলে খবর। পাক সেন্সর বোর্ডের প্রধান মোবাসির হাসান জানিয়েছেন, ‘পদ্মাবত’ নিয়ে পাকিস্তানে কোনও অসুবিধা নেই। গোটা দেশে সিনেমাটি দেখানো হবে বলেও পাক সেন্সর বোর্ডের তরফে স্পষ্ট জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদন : ‘পদ্মাবত’-এর মুক্তি ঘিরে যখন বিক্ষোভে উত্তাল ভারতের বেশ কিছু রাজ্য, সেই সময় পাকিস্তানে দেখা গেল অন্য ছবি। পদ্মাবত নিয়ে পাকিস্তানে কোনও প্রতিবাদ, বিক্ষোভ হবে না। স্পষ্ট জানিয়ে দিল পাক প্রশাসন। পাশাপাশি দীপিকা পাডুকনের সিনেমা নিয়ে ভারতের প্রতিবেশী ইতিমধ্যেই সবুজ সঙ্কেত দিয়েছে বলে খবর। পাক সেন্সর বোর্ডের প্রধান মোবাসির হাসান জানিয়েছেন, ‘পদ্মাবত’ নিয়ে পাকিস্তানে কোনও অসুবিধা নেই। গোটা দেশে সিনেমাটি দেখানো হবে বলেও পাক সেন্সর বোর্ডের তরফে স্পষ্ট জানানো হয়েছে।
আরও পড়ুন : তলোয়ার হাতে রাস্তায় দাপাদাপি, 'পদ্মাবত'-এর মুক্তি ঘিরে উত্তাল গোবলয়
এদিকে পদ্মাবত-এর মুক্তি ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তাল বিহার, রাজস্থান, মুম্বই, পুনে। ‘রাজপুতদের আত্মমর্যাদায় আঘাত করেছে, এই অভিযোগে উদয়পুর, জয়পুর, রাজস্থান সহ একধিক জায়গায় বিক্ষোভ শুরু করে রাজপুত কারনি সেনা। সংশ্লিষ্ঠ সংগঠনের তরফে কোথাও দোকান ভাংচুর করা হয় তো আবার কোথাও জ্বালিয়ে দেওয়া হয় গাড়ি। সবকিছু মিলিয়ে সঞ্জয় লীলা বনশালির সিনেমা নিয়ে ইতিমধ্যেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বেশ কিছু রাজ্য।
আরও পড়ুন : 'পদ্মাবত' মুক্তির আগেই বাগদান পর্ব সেরে নিলেন দীপিকা?
গত বছর ডিসেম্বরে সঞ্জয় লীলা বনশালির ওই সিনেমা মুক্তির কথা থাকলেও, একের পর এক মামলার জেরে পিছিয়ে যেতে শুরু করে মুক্তির দিন। অবশেষে দেশের শীর্ষ আদালতের নির্দেশে ২৫ জানুয়ারি গোটা দেশ জুড়ে মুক্তি পায় দীপিকা পাডুকন, শাহিদ কাপুর এবং রণবীর সিং অভিনীত সিনেমা।