আপকি হাসিন রুখ পে আজ নয়া নুর হ্যায়
আজ ২৪ ডিসেম্বর। কিংবদন্তি গায়ক মহম্মদ রফির জন্মদিন। আজ তাঁর জন্মদিনে জেনে নিন তাঁর সম্পর্কে ৫ টি তথ্য এবং অবশ্যই তাঁর কন্ঠে তিনটি গান।
ওয়েব ডেস্ক: আজ ২৪ ডিসেম্বর। কিংবদন্তি গায়ক মহম্মদ রফির জন্মদিন। আজ তাঁর জন্মদিনে জেনে নিন তাঁর সম্পর্কে ৫ টি তথ্য এবং অবশ্যই তাঁর কন্ঠে তিনটি গান।
১) মহম্মদ রফি তাঁর কেরিয়ারে মোট হাফ ডজন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন।
২) মহম্মদ রফি জীবনে একবারই জাতীয় পুরস্কার পেয়েছেন। এ ছাড়াও তিনি ভারত সরকারের পদ্মশ্রী সম্মাণেও ভূষিত হয়েছেন।
৩) মহম্মদ রফি হিন্দি ছাড়াও ভোজপুরি, ওড়িয়া, কোঙ্কন, পাঞ্জাবী, বাংলা, মারাঠী, সিন্ধি, কন্নড়, গুজরাটি, তেলেগু, মৈথিলি, উর্দু, ফার্সি, আরবি, ইংরেজি এবং ডাচ ভাষায় গান গেয়েছেন।
৪) হিন্দি ফিল্মে রফির প্রথম রেকর্ডিং করা গান ছিল, গাঁও কি গোরি ফিল্মের, আজই দিল হো কাবু মে তো দিলদার কি অ্যাসি ত্যাসি...।
৫) ১৯২৪ সালের ২৪ ডিসম্বরে জন্ম হয় তাঁর। আর তিনি মারা যান ১৯৮০ সালের ৩১ জুলাই।