অশ্লীলতার দায়ে নিষিদ্ধ হওয়ার মুখে নতুন সিনেমা `গ্র্যান্ড মস্তি`

ইন্দ্র কুমারের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা `গ্র্যান্ড মস্তি`-র প্রদর্শনের উপর স্থগিতাদেশ জারি করল দেশের তিনটে রাজ্যের হাইকোর্ট। আগামী শুক্রবার এই অ্যাডাল্ট কমেডি সিনেমার মুক্তি পাওয়ার কথা। কিন্তু পঞ্জাব, হরিয়ানা এবং ছত্তিশগড়ের হাইকোর্ট বিবেক ওবেরয়-আফতাব শিবদাসানি- রীতেশ দেশমুখ অভিনীত এই সিনেমার মুক্তির উপর স্থগিতাদেশ জারি করল।

Updated By: Sep 10, 2013, 07:29 PM IST

ইন্দ্র কুমারের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা `গ্র্যান্ড মস্তি`-র প্রদর্শনের উপর স্থগিতাদেশ জারি করল দেশের তিনটে রাজ্যের হাইকোর্ট। আগামী শুক্রবার এই অ্যাডাল্ট কমেডি সিনেমার মুক্তি পাওয়ার কথা। কিন্তু পঞ্জাব, হরিয়ানা এবং ছত্তিশগড়ের হাইকোর্ট বিবেক ওবেরয়-আফতাব শিবদাসানি- রীতেশ দেশমুখ অভিনীত এই সিনেমার মুক্তির উপর স্থগিতাদেশ জারি করল।
এক আইনজীবীর অভিযোগ গ্র্যান্ড মস্তি নামক এই সিনেমা যেসকল সংলা এবং দৃশ্য ব্যবহার করা হয়েছে সেগুলি শুধু অশ্লীল নয় নোংরা। এই অভিযোগে আদালতের কাছে পিটিশন দাখিল করেন সেই আইনজীবী। তিনি জানান, প্রোমো দেখার পর তিনি অবাক হয়ে যান কী করে সিনেমাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ছবিটিকে বাতিল করার জন্য সেন্সর বোর্ডের কাছে তিনি আবেদনও জানিয়েছেন।
২০০৪ সালে `মস্তি`সিনেমার সিক্যুয়েল এটি। প্রোমো বাজারে আসার পরই বিতর্ক দানা বাঁধে। `গ্র্যান্ড মস্তি`র বিভিন্ন সংলাপ নিয়ে অনেকের মনেই সংশয় দানা বাঁধে।

.