হেট স্টোরি 2-এর বাম্পার ওপেনিংয়ে ফের প্রমাণ বলিউডে 'সেক্স সেলস'

চলতি বছর বলিউডে আরও একটা সিনেমা শুধু সেক্সের ওপর ভর করে মহাসাফল্যের দিকে পা বাড়াল। সুরভীন চাওলার হেট স্টোরি টু- মুক্তির প্রথম দিনেই দারুণ ব্যবসা করল। চিত্র সমালোচকরা সিনেমার গল্প, স্ক্রিপ্ট, ছবির খুঁটিনাটি নিয়ে যতই ভুরু কোঁচকান না কেন প্রথম দিনে হেট স্টোরি ব্যবসা করেছে প্রায় ৬ কোটি টাকা। স্বল্প বাজেটের সিনেমার পক্ষে প্রথম দিনেই ৬ কোটি টাকা ব্যবসা করা মেগাহিট হিসাবে মনে করা হয়। পাওলা দাম অভিনীত 'হেট স্টোরি'র চেয়ে সুরভিন চাওলার 'হেট স্টোরি টু' বক্স অফিসে যে বেশি সফল হতে চলেছে সেটা এখন থেকেই বলে দেওয়া যায়।

Updated By: Jul 20, 2014, 11:33 AM IST
হেট স্টোরি 2-এর বাম্পার ওপেনিংয়ে ফের প্রমাণ বলিউডে 'সেক্স সেলস'

মুম্বই: চলতি বছর বলিউডে আরও একটা সিনেমা শুধু সেক্সের ওপর ভর করে মহাসাফল্যের দিকে পা বাড়াল। সুরভীন চাওলার হেট স্টোরি টু- মুক্তির প্রথম দিনেই দারুণ ব্যবসা করল। চিত্র সমালোচকরা সিনেমার গল্প, স্ক্রিপ্ট, ছবির খুঁটিনাটি নিয়ে যতই ভুরু কোঁচকান না কেন প্রথম দিনে হেট স্টোরি ব্যবসা করেছে প্রায় ৬ কোটি টাকা। স্বল্প বাজেটের সিনেমার পক্ষে প্রথম দিনেই ৬ কোটি টাকা ব্যবসা করা মেগাহিট হিসাবে মনে করা হয়। পাওলা দাম অভিনীত 'হেট স্টোরি'র চেয়ে সুরভিন চাওলার 'হেট স্টোরি টু' বক্স অফিসে যে বেশি সফল হতে চলেছে সেটা এখন থেকেই বলে দেওয়া যায়।

যৌনতাকে নির্ভর সিনেমা উতরে যাওয়াটা বলিউডে নতুন নয় ঠিকই কিন্তু ২০১৪ তে এসেও সেই একই ফর্মুলায় বক্স অফিসে বাজিমাত করাটা বেশ তাত্‍পর্যের। কারণ বলিউডে বক্স অফিসে সাফল্য পাওয়ার বিষয়টা দশ বছরের মধ্যে অনেকটাই পাল্টেছে। 'মাল্টিপ্লেক্স কালচার', নতুন মুখ, সোশ্যাল মিডিয়া, ইউ টিউবে আসার পর বলিউডে অনেক কিছুই পাল্টেছে। পাল্টে যায়নি শুধু যৌনতা নির্ভর সিনেমার সাফল্য। তাই সানি লিওনের 'রাগিনী এমএমএস টু' বক্স অফিসে চলতি বছরের অন্যতম সেরা সফল ছবি।   

 

 

.