ঘর ভাঙছে BMC, Sonu-র আর্জি খারিজ হাইকোর্টে
হাইকোর্টে গিয়েও স্বস্তি পেলেন না সোনু সুদ। অভিনেতার পক্ষে গেল না বোম্বে হাইকোর্টের রায়। BMC-র নোটিসের বিরুদ্ধে তাঁর অন্তর্বর্তীকালীন রেহাইয়ের আবেদন খারিজ করে দিল বোম্বে হাইকোর্ট। বৃহস্পতিবার সোনুর আবেদন খারিজ করে বিচারক পৃথ্বীরাজ চৌহান বলেন, ''আইন কেবলমাত্র যাঁরা পরিশ্রমী তাঁদেরকেই সহায়তা করে। পুরো বিষয়টিই এখন BMC-র হাতে। তাঁরাই বিষয়টি দেখবেন।''
নিজস্ব প্রতিবেদন: হাইকোর্টে গিয়েও স্বস্তি পেলেন না সোনু সুদ। অভিনেতার পক্ষে গেল না বোম্বে হাইকোর্টের রায়। BMC-র নোটিসের বিরুদ্ধে তাঁর অন্তর্বর্তীকালীন রেহাইয়ের আবেদন খারিজ করে দিল বোম্বে হাইকোর্ট। বৃহস্পতিবার সোনুর আবেদন খারিজ করে বিচারক পৃথ্বীরাজ চৌহান বলেন, ''আইন কেবলমাত্র যাঁরা পরিশ্রমী তাঁদেরকেই সহায়তা করে। পুরো বিষয়টিই এখন BMC-র হাতে। তাঁরাই বিষয়টি দেখবেন।''
সোনু সুদের আইনজীবী আমোঘ সিং আদালতকে জানান, ''সোনু সুদ বৃহন্নমুম্বই পুরসভার কাছে তাঁদের নোটিস মেনে চলার জন্য গত অক্টোবরে ১০ সপ্তাহ সময় চেয়ে নিয়েছিলেন। BMC যাতে বিল্ডিং ভাঙার মত পদক্ষেপ না করে সেবিষয়টি দেখার জন্য আদালতের কাছে আবেদন করেছিলেন।'' এর উত্তরে আদালত জানান, ''আপনার (সোনু সুদ) হাতে যথেষ্ট সুযোগ ছিল, আপনি BMC-র কাছে যেতে পারতেন। কিন্তু দেরি করে ফেলেছেন।''
গত অক্টোবরে সোনুর বিরুদ্ধে পুলিসের কাছে বেআইনি নির্মাণের অভিযোগ করে BMC। অভিযোগ ছিল, অনুমতি ছাড়া জুহুতে সোনু তাঁর ৬তলা শক্তিসাগর অ্যাপার্টমেন্টটি হোটেলে পরিণত করেছেন। এই অভিযোগের বিরুদ্ধে প্রথমে নগর দায়রা আদলতের দ্বারস্থ হন সোনু সুদ। যদিও সোনুর আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত। এরপরেই বোম্বে হাইকোর্টে পিটিশন দাখিল করেন সোনু। শুক্রবার ছিল সেই মামলার শুনানি।