করোনা প্রাণ কাড়লো ব্রিটিশ অভিনেত্রী হিলারি হিথ-এর

 মতো হলিউডের হরর ফিল্মে অভিনয় করেন হিলারি।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Apr 12, 2020, 04:13 PM IST
করোনা প্রাণ কাড়লো ব্রিটিশ অভিনেত্রী হিলারি হিথ-এর

নিজস্ব প্রতিবেদন : এবার করোনা প্রাণ কাড়লো ব্রিটিশ অভিনেত্রী হিলারি হিথের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। 'উইচফাইন্ডার জেনারেল' (Witchfinder General),' দ্যা অবলং বক্স' (The Oblong Box), 'ক্রাই' (Cry)- এর মতো হলিউডের হরর ফিল্মে অভিনয় করেন হিলারি।

তবে শুধু অভিনেত্রী হিসাবেই নয়, প্রযোজকের হিসাবেও কাজ করেছেন হিলারি হিথ। তবে ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত 'উইচফাইন্ডার জেনারেল' ছবিটির জন্য সবথেকে বেশি জনপ্রিয়তা পান হিলারি হিথ। অভিনেত্রীর মৃত্যু খবর সোশ্যাল মিডিয়ায় জানান তাঁর ছেলে অ্যালেক্স উইলিয়ামস।

আরও পড়ুন-করোনা আতঙ্কের মধ্যেই ফের মা হলেন প্রাক্তন মডেল ডিম্পি গঙ্গোপাধ্যায়

হিলারি হিথের জন্ম হয়েছিল ইংল্যান্ডের লিভারপুলে।  ১৯৭৪ সালে ট্যালেন্ট এজেন্ট ডানকান হিথকে বিয়ে করেন অভিনেত্রী। যদিও ১৯৮৯ সালে বিবাহবিচ্ছেদ হয় হিলারি ও ডানকানের। ১৯৬৮ সালে  'উইচফাইন্ডার জেনারেল' ছবিটির মাধ্যমেই হলিউডে পা রাখেন। 'দ্যা ফাইল অফ গোল্ডেল গুস' (The File of the Golden Goose),'দ্যা বডি স্টিলার্স' (The Body Stealers), 'টু জেন্টলম্যান শেয়ারিং' (Two Gentlemen Sharing) সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন।

আরও পড়ুন-স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের জন্য ভেজিটেবল স্প্যাগেটি বানালেন শ্রেয়া

তবে শুধু অভিনেত্রী হিসাবে নয়, প্রযোজক হিসাবেও সাফল্য পান হিলারি হিথ। তাঁর প্রযোজনায় 'অ্যান অফুলি বিগ অ্যাডভেঞ্চার', 'স্টারিং হিউ গ্রান্ট' (starring Hugh Grant), 'অ্যালেন রিকম্যান' (Alan Rickman), 'নিল বাউ মাউথ' ( Nil by Mouth) সহ আরও বেশকিছু ছবি রয়েছে।

আরও পড়ুন-দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন! আশঙ্কায় মায়ের সঙ্গে ছোটবেলার স্মৃতি হাতরাচ্ছেন অমিতাভ

.