তিরস্কারের পুরস্কারের মনোনয়নে কলার মালা পরল 'হামসকলস', এ বছরও কলার গেরোয় অজয়-সোনাক্ষি

Updated By: Feb 17, 2015, 08:13 PM IST

 

ওয়েব ডেস্ক: তিরস্কারের পুরস্কারে একেবারে রেকর্ড করে ফেলল সাজিদ খানের সুপার ফ্লপ সিনেমা 'হামসকলস'। বলিউডে বছরের সবচেয়ে খারাপ পারফরম্যান্সের জন্য এই গোল্ডেন কেলা-র পুরস্কার দেওয়া হয়। সপ্তম গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডে মোট পাঁচটি বিভাগে মনোনয়ন পেল 'হামসকলস'। মুক্তির পর থেকেই চরম সমালোচিত হয় সইফ-রীতেশ-রাম কাপুর অভিনীত এই সিনেমা। সমালোচকরা তো বটেই সিনেমাটি দেখা অধিকাংশ দর্শকও বলেন গত দশ বছরে বলিউডের সবচেয়ে খারাপ সিনেমাগুলির তালিকায় এটি প্রথম দিকে থাকবে।

'হামসকলস'-এর পাশাপাশি অজয় দেবগনের 'অ্যাকশন জ্যাকসন' সিনেমাটিও এবারের 'গোল্ডেন কেলা অ্যাওয়ার্ড'সে মোট চারটি বিভাগে মনোনিত হয়েছে। গোল্ডেন কেলা বছরের সবচেয়ে জঘন্য সিনেমার মনোনয়নে 'হামসকলস'-এর পাশাপাশি আছে সলমন খানের কিক, শাহরুখ খানের 'হ্যাপি নিউ ইয়ার', হৃতিক রোশনের 'ব্যাং ব্যাং', অজয় দেবগনের 'অ্যাকশন জ্যাকসন'। মজার কথা 'হামসকলস' ছাড়া 'গোল্ডেন কেলা'য় জঘন্য সিনেমার মনোনয়নে থাকা সব সিনেমা বক্স অফিসে সুপার হিট হয়েছে।

গতবারের মত এবারও 'গোল্ডেন কেলা'য় বছরের সবচেয়ে খারাপ অভিনেত্রীর জন্য মনোনিত হয়েছেন সোনাক্ষি সিনহা ('অ্যাকশন জ্যাকসন', 'লিঙ্গা', 'হলিডে')। সোনাক্ষির সঙ্গে লড়াই ক্যাটরিনা (ব্যাং ব্যাং), সোনম কাপুর (বছরে যা করেছেন সব কিছুর জন্য), জ্যাকলিন ফার্নান্ডেজ (কিক), তামান্না ভাটিয়া (এন্টারটেনমেন্ট)

সবচেয়ে খারাপ পরিচালকের তালিকায় রয়েছেন প্রভু দেবা ('অ্যাকশন জ্যাকসন'), রোহিত শেঠি (সিংহম রির্টানস), সাজিদ নাদিয়াওয়ালা (কিক), সিদ্ধার্থ আনন্দ (ব্যাং ব্যাং)।

আম জনতার মুখে মুখে ঘুরলেও বছরের সবচেয়ে বিরক্তিকর গানের তালিকায় ঠাঁই পেয়েছে 'ব্লু হ্যায় পানি পানি' ('ইয়ারিঁয়া'), 'বেবি ডল' ('রাগিনী এমএমএস'), গালিঁয়া (এক ভিলেন), কলার টিউন ('হামসকলস')-এর মত গানগুলি।

 

গোল্ডেন কেলায় বছরের বিরক্তকর গানের তালিকায় যার আছে- 'Blue Hai Paani Paani' (Yaariyan), 'Yaar na Miley' (Kick), 'Baby Doll' (Ragini MMS 2), 'Galliyan' (Ek Villain) and 'Tu Meri' (Bang Bang!)

গোল্ডেন কেলায় বছরের নৃশংসতম গানের কথার তালিকায় যার আছে-- Sameer for 'Caller Tune' (Humshakals), Shabbir Ahmed for 'Ice Cream' from The Xpose, Yo Yo Honey Singh for Blue hai Paani Paani (Yaariyan), Vishal Dadlani for 'Tu Meri (Bang Bang!) and Mayur Puri for 'Johnny Johnny' (Entertainment).

.