''সমস্ত নিয়ম মেনে চললে আসল মজাটাই মাটি'', বলছেন Nusrat Jahan

ইনস্টাগ্রামে বেশকিছু ছবি পোস্ট করে নিয়ম ভাঙার কথা বললেন অভিনেত্রী। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Dec 30, 2020, 08:25 PM IST
''সমস্ত নিয়ম মেনে চললে আসল মজাটাই মাটি'', বলছেন Nusrat Jahan

নিজস্ব প্রতিবেদন : ''সমস্ত নিয়ম মেনে চললে আসল মজাটাই মাটি হয়ে যায়''। এমনটাই মনে করছেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান। সম্প্রতি, ইনস্টাগ্রামে বেশকিছু ছবি পোস্ট করে নিয়ম ভাঙার কথা বললেন অভিনেত্রী। ঠিক কী কারণে, এমন কথা বলেছেন সাংসদ, অভিনেত্রী? তা অবশ্য স্পষ্ট নয়। 

এমনিতেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ নুসরত। মাঝে মধ্যেই তাঁকে নানান কিছু পোস্ট করতে দেখা যায়। বুধবার ইনস্টাগ্রাম পোস্টে নিজের বেশকিছু ফটোশ্যুটে ছবি পোস্ট করেছেন নুসরত। তারই ক্যাপশানে লিখেছেন,  'If u obey all the rules, u miss all the fun'। অভিনেত্রীর এমন পোস্টে তাঁর প্রতি কমেন্টে ভালোবাসা প্রকাশ করেছেন সাংসদ, অভিনেত্রী।

আরও পড়ুন-Sushant Singh Rajput Death Case : তদন্ত কতদূর এগিয়েছে? জানাল CBI

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

আরও পড়ুন-সিঁথিতে ভর্তি সিঁদুর, 'ম্যায় বনি তেরি রাধা' গানে জমিয়ে নাচলেন 'গুনগুন'

নুসরত জাহান অবশ্য বরাবরই হটকে। কোনওদিনই বাঁধাধরা নিয়মে তাঁকে ধরা যায় না। নিজের ধর্মের প্রতি সম্পূর্ণ, আস্থা, ভালোবাসা রেখেও নিখিল জৈনকে বিয়ে করেছেন সাংসদ অভিনেত্রী। বরাবরই তিনি সর্বধর্ম সম্প্রীতির বার্তা দিয়ে এসেছেন। ইদ হোক কিংবা দুর্গাপুজো, রথযাত্রা, কিংবা ক্রিসমাস, সব উৎসবই সমানভাবে পালন করেন নুসরত জাহান। এনিয়ে কিছু কম ট্রোল হননি তিনি। তবে কোনও ট্রোলকেই পাত্তা দেওয়ার পক্ষপাতী নন নুসরত। নিখিলের সঙ্গে জমিয়ে সংসার করার পাশাপাশি অভিনয়টাও দিব্যি চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। আবার সাংসদ হওয়ার দায়িত্বটাও সমানভাবে পালন করে চলেছেন।

.