অস্কারে মনোনীত ১৫টি ছবি দেখানো হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে

শুরু হল ৪৪তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব(ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া)। গোয়ায় অনুষ্ঠিত উত্সবে অস্কারে মনোনীত মোট ১৫টি ছবি দেখানো হবে উত্সবে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন হলিউড অভিনেত্রী সুজান সরানডন, ইরানি চিত্র পরিচালক মজিদ মজিদি, অভিনেতা কমল হাসান, রেখা ও আশা ভোঁসলে। ম্যাকুইনিজ প্যালেস ও কলা অ্যাকাডেমিতে চলবে চলচ্চিত্র উত্সব।

Updated By: Nov 20, 2013, 04:43 PM IST

শুরু হল ৪৪তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব(ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া)। গোয়ায় অনুষ্ঠিত উত্সবে অস্কারে মনোনীত মোট ১৫টি ছবি দেখানো হবে উত্সবে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন হলিউড অভিনেত্রী সুজান সরানডন, ইরানি চিত্র পরিচালক মজিদ মজিদি, অভিনেতা কমল হাসান, রেখা ও আশা ভোঁসলে। ম্যাকুইনিজ প্যালেস ও কলা অ্যাকাডেমিতে চলবে চলচ্চিত্র উত্সব।
দশ দিন ব্যাপী উত্সবে দেখানো হবে মোট ৩২৭টি ছবি। প্রতিযোগিতা বিভাগে রয়েছে মোট ১৫টি ছবি। যার মধ্যে দুটি ভারতীয়। বীনা বক্সীর ছবি কফিন মেকার রয়েছে এই তালিকায়। `সোল অফ ইন্ডিয়া` সেকশন বিভাগে দেখানে হবে মোট ২৬টি ভারতীয় ছবি। বাংলা ছবি অজানা বাতাস(অঞ্জন দাস), অপুর পাঁচালি(কৌশিক গাঙ্গুলি), ফড়িং(ইন্দ্রনীল রায়চৌধুরী), মেঘে ঢাকা তারা(কমলেশ্বর মুখোপাধ্যায়), সত্যান্বেষী(ঋতুপর্ণ ঘোষ) স্থান পেয়েছে এই বিভাগে।
উত্তর পূর্ব ভারতের মোট ৮টি প্রদেশের ছবি দেখানো হবে উত্সবে। সারা ভারতের ১২০জন লোকনৃত্য শিল্পীর অনুষ্ঠানও দেখা যাবে উত্সবে। উদ্বোধনী অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার তুলে দেওয়া হবে চেক প্রজাতন্ত্রের পরিচালক জিরি মেনজেলের হাতে। ইনাগুরাল সেন্টেনারি অ্যাওয়ার্ড পাচ্ছেন অভিনেত্রী ওয়াহিদা রহমান।

.