বিমানবন্দর থেকে মেয়েকে টেনে নিয়ে গেলেন কুণাল খেমু, ভাইরাল হল ছবি

কুণাল খেমু এবং ইনয়া নাউমি খেমুর সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়

Updated By: Dec 11, 2019, 11:39 AM IST
বিমানবন্দর থেকে মেয়েকে টেনে নিয়ে গেলেন কুণাল খেমু, ভাইরাল হল ছবি

নিজস্ব প্রতিবেদন: বিমানবন্দরে ট্রলির উপর বসিয়ে মেয়েকে টানতে টানতে নিয়ে গেলেন (Inaaya Naumi Kemmu) কুণাল খেমু। কুণাল এবং ইনায়ার সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন সোহা আলি খান। (Kunal Kemmu) কুণাল খেমু এবং ইনায়া নাউমি খেমুর ওই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন : বেলুন বিক্রি করছিল একরত্তি, রাস্তার মাঝে ছোট্ট শিশুকে জড়িয়ে ধরলেন নুসরত
দেখুন...


সম্প্রতি (Sharmila Tagore) শর্মিলা ঠাকুরের ৭৫ বছরের জন্মদিনে, (Rajasthan) রাজস্থানের রণথম্ভোরে হাজির হন পতৌদি পরিবারের সদস্যরা। (Saif Ali Khan)সইফ আলি খান, (Kareena Kapoor Khan) করিনা কাপুর খান এবং (Taimur Ali Khan) তৈমুরের সঙ্গে শর্মিলা ঠাকুরের জন্মদিনে হাজির হন সোহা এবং কুণালও। তৈমুরের পাশাপাশি ইনায়াও শর্মিলার কোলে বসে কখনও, আবার কখনও বাবার কোলে বসে ক্য়ামেরার নজরে পড়ে যায়।

আরও পড়ুন : শরীর ঢাকা পড়ল না পোশাকে, সমালোচনার মুখে মালাইকা
বর্তমানে লাল সিং চড্ডার শ্যুটিংয়ে ব্যস্ত করিনা কাপুর খান। আমির খানের সঙ্গেই লাল সিং চাড্ডার শ্যুটিং করছেন করিনা। শুধু তাই নয়, লাল সিং চাড্ডার শ্যুটিংয়ের জন্য বেশ কয়েকদিন ধরে পঞ্জাবে রয়েছেন করিনা। শ্যুটিং থেকে সময় বের করেই শর্মিলা ঠাকুরের জন্মদিনে হাজির হন পতৌদি পরিবারের বউমা। 

.