Oscars 2025: অস্কারের দৌড়ে বাংলা ছবি 'পুতুল'! 'অনেক কষ্ট করে বানানো', আবেগে ভাসলেন ইন্দিরা...
Putul in Oscars: অস্কারের দৌড়ে জায়গা পেল আরও ৭ ভারতীয় ছবি। প্রথম বাংলা ছবি হিসাবে বেস্ট পিকচার্স ক্যাটেগরিতে জায়গা পেল ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ও প্রযোজিত ‘পুতুল’৷ ‘বেস্ট পিকচার’ ক্যাটেগরিতে রয়েছে ২০৭ টি ছবি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার সকালেই সুখবর বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে। অস্কারের দৌড়ে বেস্ট পিকচার্স ক্যাটেগরিতে জায়গা পেল ইন্দিরা ধর মুখোপাধ্যায় (Indira Dhar Mukherjee) পরিচালিত ও প্রযোজিত ‘পুতুল’ (Putul)৷ 'দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস’-এর তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানেই দেখা গেল এই ছবির নাম। এটিই প্রথম বাংলা ছবি যা জায়গা পেল অস্কারের বেস্ট পিকচার্স ক্যাটেগরিতে (Best Picture)৷ পুতুলের পাশাপাশি এই ক্যাটেগরিতে নতুন করে জায়গা পেয়েছে আরও ৬ ভারতীয় ছবি।
কিছুদিন আগেই অস্কারের বেস্ট মিউজিকের প্রাথমিক তালিকায় সিলেক্টেড হয়েছিল এই ছবির গান ‘ইতি মা’৷ তবে অস্কারের দৌড় থেকে ছিটকে যায় ইমন চক্রবর্তীর গাওয়া ‘ইতি মা’। এবার সেরা ছবির বিভাগে প্রতিযোগিতায় এই ছবি। সারা বিশ্ব থেকে মোট ৩২৩ টি ছবি বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে ‘বেস্ট পিকচার’ ক্যাটেগরিতে রয়েছে ২০৭ টি ছবি। সেই তালিকায় থাকা সাতটি ভারতীয় ছবি- পুতুল (বাংলা), কানগুভা (তামিল), আদুজীভাথাম (হিন্দি), সন্তোষ (হিন্দি), স্বতন্ত্র বীর সাভারকার (হিন্দি), অল উই ইমাজিন অ্যাস লাইট (মালায়ালাম-হিন্দি), গার্লস উইল বি গার্লস (হিন্দি-ইংরাজি)।
আরও পড়ুন- Ramcharan: অল্লু অর্জুনের পর অস্বস্তিতে রামচরণ! সিনেমার প্রচারেই মৃত্যু ২ ভক্তের...
অস্কার কমিটির তরফ থেকে এই সুখবর আসতেই আনন্দে ভাসছেন পরিচালক-প্রযোজক ইন্দিরা ধর মুখোপাধ্যায়। জি ২৪ ঘণ্টা ডিজিটালকে তিনি জানান, 'আমার ছবিটাকে পছন্দ করার জন্য, আমার পরিচালনা, আমার চিত্রনাট্য পছন্দ করার জন্য, আমি অ্যাকাডেমি তথা অস্কার কমিটির কাছে কৃতজ্ঞ। ছবিটি অস্কারের মেইন ক্যাটেগরিতে সিলেক্ট হয়েছে। অ্যাকাডেমির ওয়েবসাইটে দেখা যাচ্ছে। আমি খুব খুশি কারণ এই প্রথম কোনও বাংলা ছবি বেস্ট পিকচার ক্যাটেগরিতে জায়গা পেল। এটা ছাড়াও আমি কৃতজ্ঞ মিডিয়ার কাছে। আমার টিমের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি খুব কষ্ট করে ছবিটা বানিয়েছি। পরিচালনা ও প্রযোজনা দুটোই করেছি। এটা আমার ডেবিউ ছবি। একজন ডেবিউটান্ট পরিচালক প্রযোজকের কাছে এটা বড় ব্য়াপার যে আমি একটা বাংলা ছবিকে আমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারলাম। ছবি অনেক রিলিজ হয়, কিন্তু এটাই আমার পাওনা যে ছবিটা স্বীকৃতি পেল। অস্কার তো সিনেমার শীর্ষ প্রাপ্তি, সেটা সিনেমাটা পেল, আমি খুশি'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)