''সিক্স প্যাক অ্যাবসওয়ালাদের জন্যই বাবা বক্স অফিসে সফল হননি'' বিস্ফোরক ইরফান পুত্র

বলিউড নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন ইরফান পুত্র বাবিল।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jul 8, 2020, 08:32 PM IST
''সিক্স প্যাক অ্যাবসওয়ালাদের জন্যই বাবা বক্স অফিসে সফল হননি'' বিস্ফোরক ইরফান পুত্র

নিজস্ব প্রতিবেদন :  ''সিক্স প্যাক অ্যাবসওয়ালা হাংকদের জন্যই বারবার ছবি বক্স বাবার ছবি অসফল হয়েছে।'' এবার বলিউডের বিরুদ্ধে সরব ইরফান খানের ছেলে বাবিল খান। বুধবার নিজের ইনস্টাগ্রামে বাবা ইরফান খানের দুটি অদেখা ছবি পোস্ট করেছেন ইরফান খান ও সুতপা শিকদারের ছেলে বাবিল খান। বলিউড নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন বাবিল।

লম্বা পোস্টে বাবিল খান লিখেছেন, ''সিনেমার ছাত্র হিসাবে আমাকে সবথেকে গুরুত্বপূর্ণ কোন বিষয়টা বাবা শিখিয়েছিলেন জানেন? ফিল্ম স্কুলে পড়তে যাওয়ার আগে বাবা সতর্ক করেছিলেন, আমাকে বলিউডের সদস্য হিসাবে নয়, ভারতীয় সিনেমার সদস্য হিসাবে নিজেকে প্রমাণ করতে হবে। আমাকে তাই বলিউডের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ভারতীয় সিনেমা সম্পর্কে জানতে হবে। আন্তর্জাতিক সিনেমার ক্ষেত্রে বলিউডের ছবিকে সেভাবে কেউ শ্রদ্ধা দেখায় না। আর দুর্ভাগ্যবশত এটাই হয়ে থাকে। ৬ ও ৯-এর দশকের বলিউডের সিনেমায় উঠে আসা মতামতের বিশ্বাসযোগ্যতা নেই বিশ্বের কাছে। আন্তর্জাতিক চলচ্চিত্রে ভারতীয় সিনেমা নিয়ে যে পাঠ পড়ানো হয় তার বিষয়বস্তু বলিউড নয়, বলিউডের বাইরে তৈরি ভারতীয় ছবি। সত্যজিৎ রায়, কে আসিফকেই ভারতীয় সিনেমার মুখ হিসাবে দেখেছি, এর বাইরে গিয়ে ভাবাটাও কঠিন ছিল। আসলে আমরা ভারতীয় দর্শকরা কখনওই বিবর্তিত হই না।''

আরও পড়ুন-সুশান্তের বাড়িতে ছিল না কোনও সিসিটিভি ক্যামেরা, জানাচ্ছে পুলিস

আরও পড়ুন-অভিনয় জগতে ফের শোকের ছায়া, প্রথম ছবির মুক্তির আগেই আত্মঘাতী সুশীল গওড়া

দীর্ঘ লেখায় বাবিল খান লিখেছেন, ''আমার বাবা সব ছবিতেই অভিনয়কে শিল্প হিসাবে তুলে ধরতে চাইতেন। কিন্তু দুর্ভাগ্যবশত বক্স অফিসে তাঁর ছবিগুলি সিক্স প্যাক অ্যাবসওয়ালা নায়কদের কাছে হেরে যেত। কারণ এখানে নাটকীয় লাইনের ডায়ালগ, অশোভন যৌনতা, ফটোশপ করা আইটেম গান সহ পুরনো সেই অবাস্তব জিনিসপত্রই চলত। আর বক্স অফিসে যাঁরা জয়ী হন, তাঁদের কাছেই বেশিরভাগ ছবি চলে যায়। কারণ, দর্শক এটাই পছন্দ করে।...তবে বর্তমানে সিনেমার দুনিয়ায় একটা পরিবর্তন আসছে।  নতুন প্রজন্ম সিনেমার ক্ষেত্রে নতুন অর্থ খুঁজছে আর এই তৃষ্ণাকে কখনওই দমন করা উচিত নয়। একটা সময় কালকি ছোট করে চুল কেটেছিল বলে সমালোচিত হয়েছিল। এভাবে সম্ভবনাকে কখনওই রদ করা উচিত নয়।''

বাবিলের কথায়, ''সুশান্তের মৃত্যুর এখন রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। যদি কোনও সদার্থক পরিবর্তন আসে তাহলে সেটা সাদরে গ্রহণ করবো।''

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Babil Khan (@babil.i.k) on

আরও পড়ুন-''যমজ সন্তানকে খুনের হুমকি, মানসিকভাবে বিধ্বস্ত করণ শুধুই কাঁদছেন'', জানালেন বন্ধু

প্রসঙ্গত, এর আগেও সুশান্ত সিং রাজপুতকে নিয়ে মুখ খুলেছিলেন ইরফান খানের ছেলে বাবিল খান। বাবিল লিখেছিলেন, ''কোয়ান্টাম ফিজিক্স বোঝে, কবিতা পড়ে, জৈব চাষ সমর্থন করে, বাচ্চাদের নাসায় পাঠাতে চায়, জ্যোতির্বিদ্যায় গভীর অনুরাগী, দরকারে হাত খুলে দান করে এবং যোগ আর অধ্যাত্মবাদেও সমান আগ্রহী এমন প্রতিভা বলিউড সিনেমার জগতে সত্যিই বিরল।'

প্রসঙ্গত, ইরফান খানও সুতপা শিকদারের ছেলে বাবিল খান লন্ডনের একটি ফিল্ম স্কুলে সিনেমা নিয়েই পড়াশোনা করছেন।

.