নিয়ম মেনেই শেষকৃত্য, বুধবার বিকেলেই শেষ বিদায় জানানো হবে ইরফানকে

ভরসোভা কবরস্থানেই হবে শেষকৃত্য

Edited By: জয়িতা বসু | Updated By: Apr 29, 2020, 04:41 PM IST
নিয়ম মেনেই শেষকৃত্য, বুধবার বিকেলেই শেষ বিদায় জানানো হবে ইরফানকে

নিজস্ব প্রতিবেদন : ​বুধবার সকালে মৃত্যু হয় বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খানের। জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ প্রায় গোটা দেশ। লকডাউনের মধ্যেই বুধবার শেষকৃত্য সম্পন্ন হবে ইরফান খানের। জানা যাচ্ছে এমন খবরই।

আরও পড়ুন  : 'শান্তিতে থেকো রাজ, ইতি তোমার মিতা', এভাবেই ইরফানকে শেষ বিদায় পাকিস্তানি সাবার

রিপোর্টে প্রকাশ, দক্ষিণ মুম্বইয়ের অন্ধেরিতে যে ভরসোভা কবরস্থান রয়েছে, সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে ইরফানের। বুধবার বিকেল ৩টে নাগাদ ভরসোভা কবরস্থানে নিয়ে আসা হয় ইরফান খানের মরদেহ। পরিবার এবং বন্ধুদের ২০ জন সেখানে হাজির হতে পারবেন। সেখানে নিয়ম মেনে বিকেল ৫টা ৫ মিনিট থেকে একে একে সবাই প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন বলে খবর।

২০১৮ সাল থেকে নিউরোএন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত হন ইরফান খান। রোগ ধরা পড়ার পড়ার পরই লন্ডনে নিয়ে যাওয়া হয় ইরফানকে। কিন্তু শেষরক্ষা হল না। গত সেপ্টেম্বরে দেশে ফেরার পর বুধবার সকালে প্রয়াত হন ইরফান খান।

 

.