'কঠোর ভাবে লড়তে হবে', বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে সরব হলেন 'হ্যারি পটারের' এমা
এমা লিখেছেন,"বর্ণবিদ্বেষ অতীতেও ছিল এখনও রয়েছে।" শ্বেতাঙ্গ অধিপত্যবাদ সমাজে শক্ত ভাবে বাঁধা রয়েছে। এর বিরুদ্ধে আমাদের আরও কঠোর ভাবে লড়তে হবে।
নিজস্ব প্রতিবেদন: প্রতিবাদের আরেক নাম "জর্জ ফ্লয়েড"। শ্বেতাঙ্গ পুলিসের হাঁটুর চাপে কৃষ্ণাঙ্গ নিরস্ত্র ফ্লয়েডের মৃত্যুর পর প্রতিবাদের গর্জন উঠেছে সব মহল থেকেই। এবার সেই প্রতিবাদি কন্ঠকে আরও জোরালো করতে এগিয়ে এলেন এমা ওয়াটসন। হ্যারি পটারের 'হারমায়নি' সোশাল অ্যাকাউন্টে লড়াইয়ের বার্তা দিলেন । তিনি যেমন ডাকসাইটে অভিনেত্রী, তেমনই সমাজের প্রত্যেক বিষয়েই গর্জে ওঠেন তিনি। এবার এমা লিখেছেন,"বর্ণবিদ্বেষ অতীতেও ছিল এখনও রয়েছে।" শ্বেতাঙ্গ অধিপত্যবাদ সমাজে শক্ত ভাবে বাঁধা রয়েছে। এর বিরুদ্ধে আমাদের আরও কঠোর ভাবে লড়তে হবে। আমরা অসচেতন ভাবে অনেক সময়ই বর্ণবিদ্বেষকে সমর্থন করি। সেই পদ্ধতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এর আগেও বিভিন্ন সামাজিক বিষয়ে সরব হতে দেখা গিয়েছে রাষ্ট্রসংঘের শুভেচ্ছা দূত এমা ওয়াটসনকে। আয়ারল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক সবিতা হালাপ্পানাভার যখন গর্ভপাত আইনের শিকার হয়েছিলেন। সে প্রসঙ্গেও দীপ্ত কন্ঠে খোলা চিঠি লিখেছিলেন এমা।
আরও পড়ুন: মুম্বইয়ের ২৮ হাজার অসহায় মানুষকে নিরাপদে সরিয়ে খাবারের ব্যবস্থা করলেন সোনু
কাঠুয়া শিশুকন্যা গণধর্ষণের সময়ও আইনজীবী দীপিকা সিংহের সমর্থনে এমা লিখেছিলেন,"অল পাওয়ার টু দীপিকা।"এভাবে সমসময়ই লড়াইয়ের মন্ত্র উচ্চারণ করে হগওয়ার্টসের ওই মেয়েটা। যেভাবে হ্যারিকে হারমায়নি ভরসা জোগাতো ওভাবেই সমর্থন মেলে এমার কাছ থেকে। তবে এই বর্ণবিদ্বেষ কতটা রোখা যাবে তা নিয়ে সংশয় থাকলেও এবার একেবারে শেষে এমা লিখেছেন,"আমি তোমার রাগ দেখেছি, দু:খ দেখেছি এবং যন্ত্রণাও দেখেছি। চেষ্টা আমি চালিয়ে যাব।"