close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

দক্ষিণী রীতিতে তিরুপতিতেই বিয়ে, জানালেন জাহ্নবী

কাঞ্জিভরমেই সাজতে চান

Updated: Sep 10, 2019, 07:23 PM IST
দক্ষিণী রীতিতে তিরুপতিতেই বিয়ে, জানালেন জাহ্নবী

নিজস্ব প্রতিবেদন: তিরুপতি মন্দির প্রঙ্গনেই সাতপাকে বাঁধা পড়বেন। দক্ষিণী রীতি অনুসরণ করেই সাতপাকে বাঁধা পড়বেন তিনি। সম্প্রতি খোলামেলা আলোচনায় এভাবেই বিয়ে নিয়ে মনের ইচ্ছা প্রকাশ করলেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর।

আরও পড়ুন : সঙ্গে মণীশ মালহোত্রা, ভাইরাল রেখার এই ছবি
তিনি বলেন, ছোট থেকেই বিয়ে নিয়ে স্বপ্ন দেখে আসছেন তিনি। বিয়ের সময় হলে তিরুপতিতে বসবে সেই আসর। সেখানে হাজির থাকবেন দুই পরিবারের ঘনিষ্ঠরা। বিয়েতে কোনও বড় অনুষ্ঠান করার পক্ষপাতী তিনি নন। ঘনিষ্ঠদের নিয়েই করতে চান বিয়ের অনুষ্ঠান। বিয়ের পর সেখানে দক্ষিণী খাবার খাওয়াতে চান ঘনিষ্ঠদের। যেখানে ইডলি, সাম্বার, কার্ড রাইসের মতো বিভিন্ন পদ থাকবে বলে জানান জাহ্নবী।
শুধু তাই নয়, বিয়ের দিন কাঞ্জিভরম শাড়ি পরতে চান। সেই সঙ্গে দক্ষিণী আদলে তৈরি গয়না পরে বিয়ের কনে সাজতে চান বলেও জানান জাহ্নবী। তবে এই মুহূর্তে কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন জাহ্নবী কাপুর, সে বিষয়ে খোলসা করেননি 'ধড়ক' অভিনেত্রী।

আরও পড়ুন : রানির মতো সাজ, ভাইরাল ঐশ্বর্য রাই বচ্চনের সাধের ছবি

প্রসঙ্গত বর্তমানে গুঞ্জন সাক্সেনার বায়েপিকের শ্যুটিং করছেন জাহ্নবী কাপুর। গুঞ্জন সাক্সেনার পর করণ জহরের 'তখত'-এর শ্যুটিং শুরু করবেন বলিউড অভিনেত্রী। 'তখত'-এ তাঁর সঙ্গে বিকি কৌশল, করিনা কাপুর খান, রণবীর সিং-রা স্ক্রিন শেয়ার করবেন বলে জানা যাচ্ছে।