'ধড়ক'-এর সাফল্য কামনায় তিরুপতি মন্দিরে পুজো দিলেন শ্রীদেবী কন্যা
পুজো দিয়ে অবশ্য রবিবার রাতেই মুম্বই ফিরেছেন জাহ্নবী ও খুশি।
নিজস্ব প্রতিবেদন: হাতে আর মাত্র কয়েকটা দিন। এমাসেরই ২০ তারিখ মুক্তি পাবে শ্রীদেবী কন্যার প্রথম ছবি 'ধড়ক'। যে ছবির মাধ্যমে মেয়ের বলউডে পা রাখা নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন শ্রীদেবী। তিনি মেয়ের প্রথম সিনেমার মুক্তি দেখে যেতে পারলেন না। তবুও প্রয়াত শ্রীদেবীর স্বপ্ন সত্যি করেই শেষ পর্যন্ত তাঁর আদরের 'জানু'র প্রথম ছবি 'ধড়ক' মুক্তি পেতে চলেছে। এই ছবির সাফল্যের উপরই জাহ্নবী কাপুরের বলিউডের পথ চলা অনেকটাই নির্ভর করছে।
'ধড়ক'-এর সাফল্য প্রার্থনা করতে অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। তাঁর সঙ্গে গিয়েছিলেন বাবা বনি কাপুর ও বোন খুশি। পুজো দিয়ে অবশ্য রবিবার রাতেই মুম্বই ফিরেছেন জাহ্নবী ও খুশি। সেই ছবিই নিজের ইনস্টা প্রোফাইলে শেয়ার করেছেন জাহ্নবী কাপুর।
আরও পড়ুন-বলিউডে পা রাখছেন শামির স্ত্রী হাসিন জাহান