পর্দার আড়ালে সানি নন, নাতালিয়া!

ছমাস আগে ফার্স্ট লুকেই চমকে দিয়েছিল জিসম ২। সিক্ত চাদরে ঢাকা শায়িত নিরাবরণ নারী শরীর আলোড়ন ফেলে দিয়েছিল টুইটারে। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল কে এই ললনা? মূলত তিন জনকে ঘিরেই ছিল প্রশ্ন। বিপাশা বসু, মল্লিকা শেরওয়াত আর সানি লিওন।
জিসম-এর সাফল্যের পর অনেকেই ভেবেছিলেন জিসম ২তেও অভিনয় করবেন বিপাশাই। কানাঘুষো ছিল মল্লিকাকে নিয়েও। তবে সেইসব জল্পনার অবসান ঘটিয়ে পুজা ভাট ঘোষণা করেন তাঁর নতুন ছবির নায়িকা হতে চলেছেন বিগ বস ৫ কাঁপানো `ইন্দো-কানাডিয়ান পর্ন স্টার` সানি লিওন! আর তখন থেকেই দর্শকরা ধরে নিয়েছিলেন পর্দার আড়ালে রয়েছেন সানিই। এমনকী দর্শকদের ধন্দে ফেলতে নিজের ঠিক একই রকম একটি ছবি টুইটারে পোস্ট করেন সানি। তাতেই দর্শকরা আরও নিশ্চিত হয়ে যান পোস্টারে সানির উপস্থিতি নিয়ে।

তবে এবার আবার চমকের পালা। ফিল্ম রিলিজের ঠিক আগে পর্দার আড়ালে থাকা সুন্দরীর পরিচয় সামনে আনলেন পুজা। না, তিনি সানি লিওন নন! ব্রাজিলের জনৈক মডেল নাতালিয়া কৌর পোজ দিয়েছিলেন পুজার ছবির পোস্টারে। জিসম ২ শুট করার এক বছর আগেই নাকি পুজা যাচাই করে নিতে চেয়েছিলেন দর্শকদের খিদে। ফোটোগ্রাফার জয় দত্তর দেখানো একগুচ্ছ মডেল কন্যার ছবি থেকে নাতালিয়াকে বেছে নেন পুজা। বাকিটা ইতিহাস।
সম্প্রতি রামগোপাল ভার্মার ছবি ডিপার্টমেন্টে একটি আইটেম নাম্বারে দেখা গেছে নাতালিয়াকে। শোনা গেছে, এই গানের জন্যও নাকি প্রথমে সানি লিওনকেই প্রস্তাব দিয়েছিলেন রামু।

English Title: 
Jism 2 poster twist
Home Title: 

পর্দার আড়ালে সানি নন, নাতালিয়া!

No
7067
Is Blog?: 
No