৯ দিনে ৯০ কোটি, কাবিল এবার রইস হওয়ার দিকেই

১০০ কোটির ক্লাবের দিকেই এগিয়ে যাচ্ছে রাকেশ রোশন প্রযোজিত সিনেমা কাবিল। কাবিল মুক্তি পাওয়ার ৯ দিন পর রাকেশ রোশন প্রোডাকশনের এই ছবি এখনও পর্যন্ত ৯০.৬৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আর সিনেমার এই অভূতপূর্ব সাফল্যে খুশি অভিনেতা হৃত্বিক রোশন এবং অভিনেত্রী ইয়ামি গৌতম। আরও পড়ুন- পাকিস্তানি প্রযোজকের সিনেমায় 'নায়ক' সঞ্জয় দত্ত 

Updated By: Feb 3, 2017, 12:10 PM IST
৯ দিনে ৯০ কোটি, কাবিল এবার রইস হওয়ার দিকেই

ওয়েব ডেস্ক: ১০০ কোটির ক্লাবের দিকেই এগিয়ে যাচ্ছে রাকেশ রোশন প্রযোজিত সিনেমা কাবিল। কাবিল মুক্তি পাওয়ার ৯ দিন পর রাকেশ রোশন প্রোডাকশনের এই ছবি এখনও পর্যন্ত ৯০.৬৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আর সিনেমার এই অভূতপূর্ব সাফল্যে খুশি অভিনেতা হৃত্বিক রোশন এবং অভিনেত্রী ইয়ামি গৌতম। আরও পড়ুন- পাকিস্তানি প্রযোজকের সিনেমায় 'নায়ক' সঞ্জয় দত্ত 

 

প্রথম দিন ১০.৪৩ কোটি
দ্বিতীয় দিন ১৮.৬৭ কোটি

তৃতীয় দিন

৬.৭৭ কোটি
চতুর্থ দিন  ১৩.৫৪ কোটি
পঞ্চম দিন  ১৫.০৫ কোটি
ষষ্ঠ দিন ৬.০৪ কোটি 
সপ্তম দিন ৬.১০ কোটি
অষ্টম দিন ৬.১০ কোটি
নবম দিন ৫.২৫ কোটি 

 

 

'রইস' এবং 'কাবিল', একই দিনে এই দুই স্টার কাস্টেড ছবি রিলিজ হওয়া নিয়ে প্রথম দিন থেকেই বিতর্ক ছিল তুঙ্গে। শাহরুখ খান এবং হৃত্বিক রোশন, কেউই একই দিনে তাঁদের সিনেমার মুক্তি চাননি। তবে শত চেষ্টা করেও মুখোমুখি রিলিজ আটাকানো যায়নি। এই ঘটনায় নাম না করেই প্রতিপক্ষের (রইস) দিকে ক্ষোভ উগরে দেন প্রযোজক রাকেশ রোশন। অভিযোগ করেন ভারতে যতগুলো মাল্টিপ্লেক্স এবং হলে কাবিল রিলিজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার মাত্র ৩০ শতাংশ হলেই মুক্তি পেয়েছে কাবিল। এরপর অবশ্য বক্স অফিস কালেকশনের অঙ্কটা দেখে নিজের অবস্থান থেকে কিছুটা নমনীয় হন তিনি। সিনেমা চলচ্চিত্র প্রেমীদের পছন্দ হওয়ায় তাঁদের টুইটারে শুভাচ্ছেও জানিয়েছেন হৃত্বিক। এবার হৃত্বিক এবং ইয়ামি গৌতম অভিনীত এই সিনেয়াম 'রইস' (ধনী) হওয়ার পথেই। ইতিমধ্যেই ১০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে রইস। বক্স অফিস যে দিকে ইঙ্গিত দিচ্ছে তাতে এই সপ্তাহের মধ্যেই ১০০ কোটির ব্যবসা করে ফেলবে কাবিলও। 

 

 

.