চলে গেলেন অভিনেতা সচিন কুমার, শোকের ছায়া টেলি টাউনে

বর্তমানে ছবি তোলা শুরু করেন সচিন

Edited By: জয়িতা বসু | Updated By: May 16, 2020, 10:12 AM IST
চলে গেলেন অভিনেতা সচিন কুমার, শোকের ছায়া টেলি টাউনে

নিজস্ব প্রতিবেদন: ইরফান খান, ঋষি কাপুরের পর কখনও ক্রাইম পেট্রল অভিনেতা শফিক আনসারি আবার কখনও 'পিকে' খ্যাত অভিনেতা সাই গুন্ডেওয়ার, বলিউড-সহ টেলি টাউনে যেন মৃত্যুর মিছিল চলছে। এবার চলে গেলেন কাহানি ঘর ঘর কী-র জনপ্রিয় অভিনেতা সচিন কুমার। টেলি অভিনেতা জুলফি সায়েদ শনিবার সকালে এই খবর প্রকাশ করেন।

রিপোর্টে প্রকাশ, হৃদযন্ত্র বিকল হয়েই মৃত্যু হয় সচিন কুমারের। সচিনের সহঅভিনেতা চেতন হংসরাজ জানান, ফেসবুকের মাধ্যমে সচিনের মৃত্যুর খবর পান তিনি। সচিন যে আর নেই, তা যেন বিশ্বাস করতে পারছেন না। কীভাবে এত তাড়াতাড়ি চলে গেলেন সচিন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন চেতন।

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

কাহানি ঘর ঘর কী-র পর বেশ কয়েকটি টেলিভিশন শোয়ে দেখা যায় সচিনকে। যার মধ্যে অন্যতম লজ্জা। এই শোয়ে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা যায় সচিনকে। তবে অভিনয় থেকে সরে এসে বর্তমানে ছবি  তোলা শুরু করেন সচিন। সেই কারণে টেলিভিশনের পর্দায় আর সেভাবে দেখা যেত না। তবে সচিনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টেলি টাউনে।

.