চতুর্থবার পরীক্ষাতেও কণিকার রিপোর্টে করোনা পজিটিভ, উদ্বিগ্ন গায়িকার পরিবার

কণিকার রিপোর্ট নিয়ে চিন্তিত গায়িকার পরিবার।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Mar 29, 2020, 05:21 PM IST
চতুর্থবার পরীক্ষাতেও কণিকার রিপোর্টে করোনা পজিটিভ, উদ্বিগ্ন গায়িকার পরিবার

নিজস্ব প্রতিবেদন: এই নিয়ে চতুর্থবার। ফের কণিকা কাপুরের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এল। কণিকার রিপোর্ট নিয়ে চিন্তিত গায়িকার পরিবার।

নাম প্রকাশে অনিচ্ছুক কণিকা কাপুরের পরিবারে এক সদস্য IANS-কে জানিয়েছেন ''কণিকার রিপোর্টে আমরা উদ্বিগ্ন। আমাদের এখন মনে কণিকা হয়ত চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। দেশের এই লকডাউনের পরিস্থিতিতে আমরা যে কণিকাকে আরও ভালো চিকিৎসার জন্য বিমানেে করে অন্য কোথাও নিয়ে যাব সেটাও করতে পারছি না। এখন আমরা শুধু কণিকার জন্য প্রার্থনা করতে পারি। যদিও চিকিৎসকরা জানাচ্ছেন এই মুহূর্তে কণিকা অনেকেটাই ভালো আছেন।''

আরও পড়ুন-করোনার প্রকোপ: দেশের বিপদের দিনে অভিনয় ছেড়ে নার্স হয়ে উঠলেন এই অভিনেত্রী

আরও পড়ুন-Exclusive: অনেকেই ঠকিয়েছে, শিলাজিৎ-ও আমার কাছ থেকে গান নিয়ে গিয়েছিল, 'বিস্ফোরক বড়লোকের বিটি লো'র রতন কাহার...

প্রসঙ্গত, গত ৯ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন গায়িকা কণিকা কাপুর। করোনা পরীক্ষা রিপোর্ট পজিটিভ আসার পর ২০ মার্চ কণিকা কাপুরকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এই মুহূর্তে উত্তরপ্রদেশের সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে হাসপাতালে ভর্তি থাকাকালীন কণিকার বিরুদ্ধে চিকিৎসক, নার্স,  ও হাসপাতাল কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলেও অভিযোগ ওঠে। এমনকি কণিকার যে করোনা পজিটিভ রিপোর্ট দেওয়া হয়েছিল সেটি আদৌ তাঁর কিনা প্রথমে সন্দেহ প্রকাশ করেছিলেন তাঁর বাড়ির আত্মীয়রা। পরে সন্দেহ দূর করতে ফের পরীক্ষা করেও কণিকার রিপোর্টে করোনা পজিটিভ-ই আসে। পরে আরও তিনবার পরীক্ষাতেও পজিটিভ এসেছে বলে জানা যাচ্ছে।

.