বড় পদক্ষেপ, করোনা আক্রান্তদের চিকিতসায় ৫০ লক্ষ দান কপিল শর্মার

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ওই অর্থ দান করেন কপিল শর্মা

Edited By: জয়িতা বসু | Updated By: Mar 26, 2020, 05:12 PM IST
বড় পদক্ষেপ, করোনা আক্রান্তদের চিকিতসায় ৫০ লক্ষ দান কপিল শর্মার

নিজস্ব প্রতিবেদন: করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিতসার জন্য এগিয়ে এলেন কপিল শর্মা। টেলিভিশনের জনপ্রিয় তারকা ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লক্ষ দান করেছেন। করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিতসার জন্যই কপিল ওই অর্থ দান করেছেন বলে খবর। 

আরও পড়ুন : প্রতিটা দিন কাটছে ভয়ে, খাবার জোগাড়েও লড়াই, পূর্ব লন্ডনের বাড়িতে আটকে অভিনেত্রী পিয়ালি মুখোপাধ্যায় 
করোনায় আক্রান্তদের চিকিতসার পাশাপাশি দৈনিক মজুরিতে যাঁরা কাজ করেন, তাঁদের জন্যও সাহায্যের আবেদন জানান প্রত্যেকের কাছে।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

এদিকে কপিল শর্মার পাশাপাশি দক্ষিণের জনপ্রিয় অভিনেতা কমল হাসানও করোনায় আক্রান্তদের পাশে দাঁড়ানোর বার্তা দেন। তিনি জানান, মারণ ভাইরাসে আক্রান্তদের চিকিতসার জন্য তিনি নিজের বাড়িতে হাসপাতালে পরিণত করার প্রস্তাব দিয়েছেন। সরকার সেই প্রস্তাবে অনুমোদন দিলে তবেই তিনি নিজের বাড়িকে অস্থায়ী হাসপাতালে পরিণত করতে পারবেন। কমল হাসানের ওই প্রস্তাব শুনে নেটিজেনরা তাঁর প্রশংসা শুরু করে দেন।

.