আরশিতে কুপোকাত? ‘ঘামতে’ শুরু করলেন কপিল শর্মা

বর্তমানে ‘ফিরাঙ্গী’-র প্রমোশনে ব্যস্ত কপিল শর্মা। নতুন সিনেমা উপলক্ষ্যে এক এক সময় দেশের এক এক শহরে হাজির হচ্ছেন কমেডিয়ান কপিল। সিনেমার প্রমোশন উপলক্ষ্যেই সম্প্রতি সলমন খানের শো বিগ বস ১১-এ হাজির হয়েছিলেন তিনি। বসের ঘরর প্রতিযোগীদের সঙ্গে দেখা করতে বিগ বস হাউজে যান ওই অভিনেতা। আর সেখানে আরশি খানের সঙ্গে দেখা হওয়ার পর কপিল কি বললেন জানেন?

Updated By: Nov 13, 2017, 09:03 PM IST
আরশিতে কুপোকাত? ‘ঘামতে’ শুরু করলেন কপিল শর্মা

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ‘ফিরাঙ্গী’-র প্রমোশনে ব্যস্ত কপিল শর্মা। নতুন সিনেমা উপলক্ষ্যে এক এক সময় দেশের এক এক শহরে হাজির হচ্ছেন কমেডিয়ান কপিল। সিনেমার প্রমোশন উপলক্ষ্যেই সম্প্রতি সলমন খানের শো বিগ বস ১১-এ হাজির হয়েছিলেন তিনি। বসের ঘরর প্রতিযোগীদের সঙ্গে দেখা করতে বিগ বস হাউজে যান ওই অভিনেতা। আর সেখানে আরশি খানের সঙ্গে দেখা হওয়ার পর কপিল কি বললেন জানেন?

আরও পড়ুন : শাহরুখের নায়িকা মহিমাকে দেখলে চমকে উঠবেন 

বলিউড লাইফ ডট কম-এর খবর অনুযায়ী, বিগ বস হাউজে আরশি খান নাকি কপিলের সঙ্গে বেশ মজাই করছিলেন। কিন্তু, আরশির ‘দুষ্টুমি’-তে রীতিমত বিভ্রান্ত হয়ে যান তিনি। শুধু তাই নয়, আরশির কথা এবং তাঁর ‘দুষ্টুমি’-র চোটে নাকি কপিল ঘামতে শুরু করেন। যা শুনে বেশ অবাকই হয়ে যান কপিলের ভক্তরা।

যে কমেডিয়ানের মজায় কুপোকাত হয়ে যান তাবড় সেলিব্রিটিরা, তিনি কি না আরশির টুকটাক বাউন্সারে ‘নার্ভাস’ হয়ে পড়লেন? 

.