মনীশ মালহোত্রার জন্মদিনে ভাইরাল করিশ্মার বিয়ের পুরনো ছবি

ডিজাইনার হিসাবে মনীশের বলিউড যাত্রা হয়েছিল অবশ্য বহু বছর আগেই।

Updated By: Dec 5, 2019, 09:06 PM IST
মনীশ মালহোত্রার জন্মদিনে ভাইরাল করিশ্মার বিয়ের পুরনো ছবি

নিজস্ব প্রতিবেদন: ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার ছবি বলিউডের খ্যাতনামা ফ্যাশান ডিজাইনার মনীশ মালহোত্রার জন্মদিন।এদিন নিজের ৫৩ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন মনীশ। ডিজাইনার হিসাবে মনীশের বলিউড যাত্রা হয়েছিল অবশ্য বহু বছর আগেই।

মালহোত্রার সঙ্গে যে দুই 'কাপুর সিস্টার্স' করিশ্মা ও করিনার সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। মনীশ মালহোত্রার জন্মদিনে ভাইরাল ভিয়ানির ইনস্টাগ্রাম থেকে শেয়ার করা হয়েছে করিশ্মা ও করিনার সঙ্গে মনীশ মালহোত্রার বহু পুরনো একটি ছবি। যেটি কিনা করিশ্মা কাপুরের বিয়ের মেহেন্দি সেরিমনির। যেখানে করিশ্মার পাশে দাঁড়িয়ে মনীশ মালহোত্রাকে একপ্রকার চেনা খুবই কঠিন।

আরও পড়ুন-আর্সেনিক মুক্ত জলের দাবিতে গ্রামে গিয়ে প্রচার, অপহরণ করা হল শ্রাবন্তীকে!

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

আরও পড়ুন-১১ বছর বয়সেই রণবীরের 'বালিকা বধূ' হওয়ার কথা ছিল আলিয়ার! ফাঁস করলেন রণবীর নিজেই...

প্রসঙ্গত, করিশ্মার বিয়ের লেহেঙ্গা ডিজাইন করেছিলেন মনীশ এমনকি করিনা তাঁর বিয়েতে শাশুড়ি মা শর্মিলা ঠাকুরের পুরনো লেহেঙ্গা পরেছিলেন ঠিকই, সেই লেহেঙ্গাটিই নতুন করে সাজিয়ে তুলেছিলেন মনীশ মালহোত্রাই। 

.