করিনার নাম কেন করিনাই হল?
সইফ আলি খান এবং করিনা কাপুর খানের একমাত্র পুত্র সন্তান তৈমুরের নামকরণের বিতর্ক নিশ্চয় আপনার জানা। ভারতকে শাসন করতে আসা যোদ্ধা তৈমুর লঙের নামানুসারে সইফ-করিনা তাঁদের ছেলের নাম রাখায় টুইটার থেকে ফেসবুক সোশ্যাল নেটওয়ার্কে বিদ্রূপের মুখেও পড়তে হয় দুই বলিউড স্টারকেই। ছেলের নাম নিয়ে হওয়া কোনও বিদ্রুপেরই উত্তর দেনননি সইফ-করিনার কেওই। তবে আপনি কী এটা জানেন করিনা কাপুরের নাম রাখার সময় করিনা কাপুরের মা ববিতা কী ভেবে তাঁর নাম করিনা রাখেন? ববিতা যখন গর্ভবতী তখন 'Anna Karenina'-নামের একটি উপন্যাস পড়ছিলেন তিনি। লিও টলস্টয়ের লেখা সেই রাশিয়ান উপন্যাস পড়ে এতটাই অনুপ্রাণিত এবং প্রভাবিত হন তিনি যে নিজের ছোট মেয়ের নাম রাখেন করিনা। আরও পড়ুন- টুইটারে #তৈমুর ঝড়
ওয়েব ডেস্ক: সইফ আলি খান এবং করিনা কাপুর খানের একমাত্র পুত্র সন্তান তৈমুরের নামকরণের বিতর্ক নিশ্চয় আপনার জানা। ভারতকে শাসন করতে আসা যোদ্ধা তৈমুর লঙের নামানুসারে সইফ-করিনা তাঁদের ছেলের নাম রাখায় টুইটার থেকে ফেসবুক সোশ্যাল নেটওয়ার্কে বিদ্রূপের মুখেও পড়তে হয় দুই বলিউড স্টারকেই। ছেলের নাম নিয়ে হওয়া কোনও বিদ্রুপেরই উত্তর দেনননি সইফ-করিনার কেওই। তবে আপনি কী এটা জানেন করিনা কাপুরের নাম রাখার সময় করিনা কাপুরের মা ববিতা কী ভেবে তাঁর নাম করিনা রাখেন? ববিতা যখন গর্ভবতী তখন 'Anna Karenina'-নামের একটি উপন্যাস পড়ছিলেন তিনি। লিও টলস্টয়ের লেখা সেই রাশিয়ান উপন্যাস পড়ে এতটাই অনুপ্রাণিত এবং প্রভাবিত হন তিনি যে নিজের ছোট মেয়ের নাম রাখেন করিনা। আরও পড়ুন- টুইটারে #তৈমুর ঝড়