Kiara Advani Hospitalised: আচমকাই অসুস্থ কিয়ারা! সাতসকালে হাসপাতালে ছুটলেন অভিনেত্রী...
Kiara Advani: সম্প্রতি ইয়ারএন্ড নিউ ইয়ার পার্টিতে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছিলেন কিয়ারা। সেই ছবি দেখে রটেছিল কিয়ারা নাকি অন্তঃসত্ত্বা। এরপরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছরের শুরুতেই দুঃসংবাদ। আচমকাই হাসপাতালে ভর্তি হলেন বলিউড (Bollywood) অভিনেত্রী কিয়ারা আডবানী (Kiara Advani)। সূত্রের খবর, শনিবার সকালে হাসপাতালে ভর্তি হন কিয়ারা। সেই কারণে বাতিল হয়েছে তার নতুন সিনেমা গেম চেঞ্জারের সব প্রচার অনুষ্ঠান। তবে ঠিক কী কারণে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হল অভিনেত্রীকে।
সম্প্রতি ইয়ারএন্ড নিউ ইয়ার পার্টিতে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছিলেন কিয়ারা। সেই ছবি দেখে রটেছিল কিয়ারা নাকি অন্তঃসত্ত্বা। এমনকি ছবিতে অনুষ্কা শর্মার মতো পলকা ডটের পোশাক পরায় সেই জল্পনা ছড়িয়েছিল। তবে সেই গুঞ্জনে মুখ খোলেননি সিদ্ধার্থ বা কিয়ারা কেউই। তবে হঠাত্ কী এমন হল অভিনেত্রীর?
কিয়ারার মুখপাত্র তরফ থেকে জানানো হয়েছে, "হাসপাতালে ভর্তি হননি কিয়ারা। কাজের চাপ বাড়ায়, হঠাৎ করে দুর্বল অনুভব করেন তিনি। সেই কারণে চিকিৎসকরা কিয়ারাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।"
প্রসঙ্গত, ‘শেরশাহ’ সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছিলেন কিয়ারা। সিনেমার সেটেই একে অপরের প্রেমে পড়েন তাঁরা । গত বছরের ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েন দুজন। বিয়ের বেশ কিছুদিন পরে পেন্ডিং শ্যুটিং শেষ করে গিয়েছিলেন হানিমুনে। সেখান থেকে ফিরে কার্তিক আরিয়ানের ‘সত্য প্রেম কি কথা’ সিনেমার প্রচার শুরু করেন কিয়ারা। সিনেমাটি সুপারহিট হয়। ইতোমধ্যে ফারহান আখতারের ‘ডন থ্রি’ সই করেছেন কিয়ারা। যদিও শুটিং এখনও শুরু হয়নি। এরই মাঝে দক্ষিণী সিনেমা গেম চেঞ্জার শেষ করেন। রামচরণের সঙ্গে দেখা যাবে তাঁকে। শনিবার ছিল সেই ছবির প্রচারের অনুষ্ঠান। হঠাত্ কিয়ারা অসুস্থ হয়ে পড়ায় এদিন সেই অনুষ্ঠান বাতিল করা হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)