`বিগ বস`-এ কিম?

কিছুদিন আগে টুইটারে ভারতীয় খাবারকে "ডিসগাস্টিং" বলেছিলেন এক বিদেশিনী। শোনা যাচ্ছে সেই বিদেশিনীই নাকি এবার প্রায় সাড়ে ৩ মাস কাটাবেন শুধু ভারতীয় খাবার খেয়ে। তিনি কিম কার্দাসিয়ান। গুজবে খবর, পামেলা অ্যান্ডারসন, সানি লিওনের পর এবার `বিগ বস ৬`-এর অন্যতম প্রতিযোগী হতে চলেছেন কিম।

Updated By: Jun 18, 2012, 05:34 PM IST

কিছুদিন আগে টুইটারে ভারতীয় খাবারকে "ডিসগাস্টিং" বলেছিলেন এক বিদেশিনী। শোনা যাচ্ছে সেই বিদেশিনীই নাকি এবার প্রায় সাড়ে ৩ মাস কাটাবেন শুধু ভারতীয় খাবার খেয়ে। তিনি কিম কার্দাসিয়ান। গুজবে খবর, পামেলা অ্যান্ডারসন, সানি লিওনের পর এবার `বিগ বস ৬`-এর অন্যতম প্রতিযোগী হতে চলেছেন কিম।
শোনা গেছে বিগ বসের জন্য নাকি সাড়ে ৪ কোটি টাকার পারিশ্রমিক দাবি করেছেন কিম। এন্ডেমল ইন্ডিয়ার সিইও দীপক ধর অবশ্য এই বিষয়ে মুখ খুলতে রাজি হননি। তবে, `বিগ বস`-এর পরের সেশনের জন্য ইতিমধ্যেই বিদেশি অতিথিদের সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন দীপক।
বিয়ের মাত্র ৭২ দিনের মাথায় ক্রিস হাম্ফ্রিসের সঙ্গে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করে বিতর্কের শিরোনামে উঠে এসেছেন এই মার্কিন টিভি তারকা। সানি লিওনের পর অনেক বিদেশিনী টিভি তারকাই এখন `বিগ বস`কে বলিউডের দরজা হিসেবে দেখছেন। কিমের ভাগ্যেও কি তবে এবার শিকে ছিঁড়ছে?

.