মার্কিন মঞ্চে কঙ্কনার জয়জয়কার
চলচ্চিত্র জগতে নতুন মাইলফলক ছুঁলেন কঙ্কনা সেনশর্মা। নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালকের সম্মান পেলেন তিনি। A Death in the Gaunj ছবির জন্য এই পুরস্কার পেলেন কঙ্কনা। এটাই তাঁর পরিচালিত প্রথম ছবি। একই সঙ্গে সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতে নিয়েছেন তিনি। অলঙ্কৃতী শ্রীবাস্তবের Lipstick Under My Burkha ছবির জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন কঙ্কনা।
ওয়েব ডেস্ক: চলচ্চিত্র জগতে নতুন মাইলফলক ছুঁলেন কঙ্কনা সেনশর্মা। নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালকের সম্মান পেলেন তিনি। A Death in the Gaunj ছবির জন্য এই পুরস্কার পেলেন কঙ্কনা। এটাই তাঁর পরিচালিত প্রথম ছবি। একই সঙ্গে সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতে নিয়েছেন তিনি। অলঙ্কৃতী শ্রীবাস্তবের Lipstick Under My Burkha ছবির জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন কঙ্কনা।
এদিকে, চিনে রিলিজ করার মাত্র দেড় দিনের মধ্যেই চিনের বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে আমিরের দঙ্গল। সূত্রের খবর অনুযায়ী মাত্র দেড় দিনেই দঙ্গল চিনে ব্যবসা করেছে ২৩ কোটি টাকার। আর শুক্রবার ছবি মুক্তির প্রথম দিনেই চিনে দঙ্গল ব্যবসা করেছিল ১৫ কোটি টাকার। (আরও পড়ুন- সনিকা মৃত্যু তদন্ত হয়ে উঠেছে জটিল এক ধাঁধা)