সাত পাকে কোয়েল-নিসপাল

'বিগ ফ্যাট ওয়েডিং' কথাটা এতদিন শুধু বলিউডি বিয়েতেই প্রচলিত ছিল। এতদিনে টলিউড দেখল প্রথম বিগ ফ্যাট ওয়েডিং। সাত পাকে বাঁধা পড়লেন টলিপাড়ার এক নম্বর নায়িকা কোয়েল মল্লিক। পাত্র প্রযোজক নিসপাল সিং রানে। শুক্রবার সকালে খাঁটি পাঞ্জাবি মতে গুরুদ্বারে গাঁটছড়া বাঁধলেন কোয়েল-নিসপাল। বরের পরনে শেরওয়ানি।  রীতি মেনে মাথায় উঠল পাগড়ি, সেহরায় ঢাকা পড়ল মুখ। ভবানীপুরের মল্লিকবাড়ির মেয়ে কোয়েলও সেজেছিলেন একেবারে খাঁটি পঞ্জাবি কনে। লাল লেহঙ্গা, চূড়া, মেহেন্দিতে সুসজ্জিতা কনে মালা দিলেন তাঁর দীর্ঘ পাঁচ বছরের প্রেমিকের গলায়।

Updated By: Feb 1, 2013, 09:55 AM IST

'বিগ ফ্যাট ওয়েডিং' কথাটা এতদিন শুধু বলিউডি বিয়েতেই প্রচলিত ছিল। এতদিনে টলিউড দেখল প্রথম বিগ ফ্যাট ওয়েডিং। সাত পাকে বাঁধা পড়লেন টলিপাড়ার এক নম্বর নায়িকা কোয়েল মল্লিক। পাত্র প্রযোজক নিসপাল সিং রানে। শুক্রবার সকালে খাঁটি পাঞ্জাবি মতে গুরুদ্বারে গাঁটছড়া বাঁধলেন কোয়েল-নিসপাল। বরের পরনে শেরওয়ানি।  রীতি মেনে মাথায় উঠল পাগড়ি, সেহরায় ঢাকা পড়ল মুখ। ভবানীপুরের মল্লিকবাড়ির মেয়ে কোয়েলও সেজেছিলেন একেবারে খাঁটি পঞ্জাবি কনে। লাল লেহঙ্গা, চূড়া, মেহেন্দিতে সুসজ্জিতা কনে মালা দিলেন তাঁর দীর্ঘ পাঁচ বছরের প্রেমিকের গলায়।
রাসবিহারীর গুরুদ্বারে আজ বারাত আসে সকাল ৯টার কিছু পরে। বাবা-মায়ের সঙ্গে কোয়েল এসে পৌঁছন সাড়ে ১১টা নাগাদ। দুপুর ১২টায় শুরু হয় বিয়ের অনুষ্ঠান। এ দিন গুরুদ্বারে মিডিয়ার প্রবেশ নিষিদ্ধ ছিল। পঞ্জাবি মতে বিয়ের পর রয়েছে মধ্যাহ্নভোজ। সন্ধেয় বাঙালি বিয়ের ছাদনাতলা সাজবে রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবে। আর তারপর শনিবার সন্ধেবেলা রয়েছে তাজ বেঙ্গলে রিসেপশন। পুরো বিয়ের অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছে এক বিখ্যাত ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে। পি-আর সংস্থাও নিযুক্ত করেছেন রঞ্জিত মল্লিক।

মোট তিন দিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান। যার শুভ সূচনা হয়ে গেছে বৃহস্পতিবার আঙটি বদলের মাধ্যমে। গতকাল সন্ধেয় রাজারহাটের এক বেসরকারি হোটেলের পুলসাইডে অনুষ্ঠিত হল কোয়েল-নিসপালের রিং সেরেমনি। শান্তনুর গোয়েঙ্কার মেরুন কুর্তা আর কালো চুড়িদারে নিসপাল একটু টেনশনে ছিলেন। সোনালি ডিজাইনার পাড়ের লাল শাড়ি আর গলায় চওড়া সোনার নেকলেস। এই ছিল কনের বিয়ের প্রথম পর্বের সাজ। দুই পরিবারের ঘনিষ্ঠরা ও টলিপাড়ার গুটিকয়েক বন্ধবান্ধব উপস্থিত ছিলেন এ দিনের অনুষ্ঠানে। কোয়েলের অন স্ক্রিন হিরো জিত ও দেব, প্রযোজক মহেন্দ্র সোনি, পরিচালক রবি কিনাগি, সুরকার জিত গাঙ্গুলি, ভরত কলের মতো তারকারা ছাড়াও মুম্বই থেকে উড়ে এসেছিলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেনগুপ্ত, মৌসুমী চট্টোপাধ্যায়, সায়ন্তনী ঘোষরাও।
প্রায় ১১০০ অতিথি নিমন্ত্রিত কোয়েল নিসপালের মেগা বিয়েতে। ভোজসভার দায়িত্ব বর্তেছে দক্ষিণ কলকাতার এক বিখ্যাত রেস্তোরাঁর ওপর। ছোলার ডাল, কাজু কিসমিস পোলাও, চিংড়ি মালাইকাড়ি, ছানার মালপোয়ার মতো বাঙালি খাবারের পাশাপাশি থাকছে বাটার নান, ডাল মাখানি, মাটন বোটি কাবাবের মতো পাঞ্জাবি খানার আয়োজনও।

.