Katrina Kaif: বিজয়ের সঙ্গে নতুন ছবির শুটিংয়ে ক্যাটরিনা, ফাঁস অভিনেতার লুকস

দেখুন সেই ছবি

Updated By: Apr 21, 2022, 10:00 PM IST
Katrina Kaif: বিজয়ের সঙ্গে নতুন ছবির শুটিংয়ে ক্যাটরিনা, ফাঁস অভিনেতার লুকস

নিজস্ব প্রতিবেদন: বিয়ের পর শুটিং শুরু করেছেন অভিনেতা ক্য়াটরিনা কাইফ (Katrina Kaif)। ইতিমধ্যে 'মেরি ক্রিসমাস' (Merry Christmas) নামে একটি ছবি শুটিং শুরু করেছেন তিনি। যে ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে বিজয় সেথুপতিকে (Vijay Sethupathi)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে সেই ছবিতে ক্যাটরিনার লুকস।

ছবিটিতে ক্য়াটরিনা কাইফ (Katrina Kaif)-কে পিঙ্ক ও সাদা রঙের একটা ফ্লোরাল পোশাকে দেখা যাচ্ছে। অন্যদিকে রাধিকাকে দেখা যাচ্ছে পুলিসের পোশাকে।  

এই ছবিটি ছাড়াও ক্যাটরিনাকে অভিনয় করতে দেখা যাবে 'টাইগার' ফ্রাঞ্চাইজির পরের ছবিতে। সেখানে সলমন খানের সঙ্গে অভিনয় করেছেন তিনি। 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gossip Girl (@bolly_newzz)

.