Tarapith-এ পর্দার 'বামাক্ষ্যাপা',বিগ্রহ জড়িয়ে ধরে আবেগতাড়িত Sabyasachi
শুক্রবার মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেই আবেগতাড়িত হয়ে পড়লেন অভিনেতা।
নিজস্ব প্রতিবেদন : 'মহাপীঠ তারাপীঠ'(Mahapith Tarapith) ধারাবাহিকে 'বামাক্ষ্যাপা'র (Bamakhepa) ভূমিকায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এবার বাস্তবেই 'বড় মা'-র দর্শনে তারাপীঠের মন্দিরে হাজির পর্দার 'বামাক্ষ্যাপা' অর্থাৎ অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। শুধু রিল লাইফে নয়, রিয়েল লাইফেও মা তারার ভক্ত সব্যসাচী। আর তাই শুক্রবার মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেই আবেগতাড়িত হয়ে পড়লেন অভিনেতা।
'তারাপীঠ' দর্শনের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। যেখানে
মায়ের বিগ্রহকে জড়িয়ে ধরে থাকতে দেখা গেছে সব্যসাচীকে। ক্যাপশনে মন্দির কর্তৃপক্ষ এবং মন্দির প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা।
আরও পড়ুন-Painting-করা কিংবা সাইকেল চড়া, লকডাউন সহজের সঙ্গেই কাটছে Priyanka Sarkar-র
তবে শুধু মন্দির দর্শনই নয়, কোভিড পরিস্থিতিতে কারণে এদিন তারাপীঠ সংলগ্ন আটলা গ্রামে ত্রাণ সামগ্রী বিলিও করেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)।
আরও পড়ুন-নববধূর সাজে ছবি পোস্ট Srabanti-র, চতুর্থ বিয়ে সারলেন! প্রশ্ন নেটিজনদের
প্রসঙ্গত বহুদিন ধরেই বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন সব্যসাচী। লকডাউন এবং ইয়াস বিধ্বস্ত বিভিন্ন এলাকায় ত্রাণ নিয়ে ছুটে যেতে দেখা গিয়েছে অভিনেতাকে। এখানেই শেষ নয়, ব্যক্তিগত জীবনেও ক্যনসার আক্রান্ত বান্ধবী ঐন্দ্রিলা শর্মার পাশে দাঁড়িয়েছেন তিনি। বান্ধবীর চিকিৎসার সময় প্রতি মুহূর্তে তাঁর পাশে থাকতে দেখা গিয়েছে অভিনেতা সব্যসাচী চৌধুরীকে (Sabyasachi Chowdhury)।