কাজলের পাশে মমতা
কাজলের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। টুইটারে দিনকয়েক আগে খাবারের একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। তানিয়ে ট্রোলিং শুরু হয়। তারপরই তা নিয়ে ফের সাফাই দেন কাজল। গোটা বিষয়টি নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এর থেকেই প্রমাণ দেশজুড়ে ভয়ের আবহ তৈরি হয়েছে।
ওয়েব ডেস্ক: কাজলের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। টুইটারে দিনকয়েক আগে খাবারের একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। তানিয়ে ট্রোলিং শুরু হয়। তারপরই তা নিয়ে ফের সাফাই দেন কাজল। গোটা বিষয়টি নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এর থেকেই প্রমাণ দেশজুড়ে ভয়ের আবহ তৈরি হয়েছে।
এদিকে, আজই বিজেপির গায়ে দাঙ্গাবাজ তকমা সেঁটে দিলেন মুখ্যমন্ত্রী। বুনিয়াদপুরের সভা থেকে মমতার তোপ, দাঙ্গা লাগিয়ে উন্নয়ন হয় না। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, জেলে ঢোকানোর ভয় দেখিয়ে তাঁকে দমিয়ে রাখা যাবে না। বঙ্গে পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করছেন দিলীপ ঘোষ-বিজয়বর্গীরা। এমন আবহে, বুনিয়াদপুরের সভা থেকে আগাগোড়া বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী।