বচ্চনদের ছাড়া চলচ্চিত্র উত্সব ভাবাই যায় না: মমতা

রবিবার ১০ নভেম্বর ১৯তম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধন করেছেন অমিতাভ বচ্চন। এই নিয়ে তৃতীয় বার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধন করলেন বিগ বি। রাজ্যে নতুন সরকার আসার পর থেকেই চলচ্চিত্র উত্সবের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন অমিতাভ। সেরকমই বললেন খোদ মুখ্যমন্ত্রী। মমতা বলেন, বচ্চন পরিবার ছাড়া চলচ্চিত্র উত্সব তিনি ভাবতেই পারেন না।

Updated By: Nov 11, 2013, 08:38 PM IST

রবিবার ১০ নভেম্বর ১৯তম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধন করেছেন অমিতাভ বচ্চন। এই নিয়ে তৃতীয় বার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধন করলেন বিগ বি। রাজ্যে নতুন সরকার আসার পর থেকেই চলচ্চিত্র উত্সবের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন অমিতাভ। সেরকমই বললেন খোদ মুখ্যমন্ত্রী। মমতা বলেন, বচ্চন পরিবার ছাড়া চলচ্চিত্র উত্সব তিনি ভাবতেই পারেন না।
রবিবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে চলচ্চিত্র উত্সবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা সত্যিই কৃতজ্ঞ...গত বছর অমিতাভজি এসেছিলেন...এইবছরও এলেন...আগামী বছর তাঁর পুরো পরিবারকে আমরা এখানে চাই। আমরা আপনাদের ছাড়া ভাবতেই পারছি না।" এ দিন অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন অমিতাভ। উপস্থিত ছিলেন শাহরুখা খান, কমল হাসান, মিঠুন চক্রবর্তীও।
মমতা বলেন, "কমল হাসান আবার আপনাকে চাই আমরা। বাংলা আপনাকে (শাহরুখ) ভালবাসে। সবসময় আমাদের সঙ্গে থাকতে হবে।"

.