ভারতের মহাজাগতিক 'মঙ্গল' সাফল্যে আনন্দে মাতোয়ারা বলিউড, টুইটার ভাসল শুভেচ্ছায়
লাল গ্রহের কক্ষপথে পৌঁছে গেছে ভারতের মঙ্গলযান। ভারতের এই মহাজাগতিক সাফল্যে সারা দেশের সঙ্গেই আনন্দে মেতেছে বলিউড। টিনসেল টাউনের তারাদের টুইট শুভেচ্ছায় ভাসল 'মম'।
ওয়েব ডেস্ক: লাল গ্রহের কক্ষপথে পৌঁছে গেছে ভারতের মঙ্গলযান। ভারতের এই মহাজাগতিক সাফল্যে সারা দেশের সঙ্গেই আনন্দে মেতেছে বলিউড। টিনসেল টাউনের তারাদের টুইট শুভেচ্ছায় ভাসল 'মম'।
পৃথিবীর প্রথম দেশ হিসাবে ইসরোর মার্স অরবাইটার মিসন ৬৫০ মিলিয়ন কিলোমিটার বেগে ন'মাসের যাত্রা শেষ প্রবেশ করল মঙ্গলের কক্ষপথে।
T 1623 - The Mangalyaan achievements .. 8 of them !! The Mangalyaan mission cost India $73 million (~Rs.450 (cont) http://t.co/gVsBEnS5zR
— Amitabh Bachchan (@SrBachchan) September 24, 2014
T 1623 - 'Twinkle, twinkle little stars, World is envious; we're on Mars! Up above the world so high, We've made it in a single try!'~
— Amitabh Bachchan (@SrBachchan) September 24, 2014
T 1623 - #Mangalyaan ... Our scientists have achieved what others could not .. Badhai, Pyaar, Sneh, Abhinandan, aur Jai jai kaar !! MOM !!
— Amitabh Bachchan (@SrBachchan) September 24, 2014
শহীদ কাপুর-
Mangalayan reaches Mars on 1st attempt . Big respect . #proudindian
— sHAhID kapooR (@shahidkapoor) September 24, 2014
অক্ষয় কুমার-
Woke up to the great news of #Mangalyaan, the cheapest Mars mission ever! What a great achievement. Congrats @ISRO #ProudIndian
— Akshay Kumar (@akshaykumar) September 24, 2014
মধুর ভান্ডারকর-
Mangalyaan enters the Mars Orbit. An emotional & proud day for ISRO & all Indians as we have achieved this feat in first attempt! Jai Hind!
— Madhur Bhandarkar (@imbhandarkar) September 24, 2014
Mangal mangal..#Mangalyaan.. Massive achievement for #ISRO Jai hind!
— Abhishek Kapoor (@Abhishekapoor) September 24, 2014
The cost of #Mangalyaan is Rs 7/km -lesser than basic auto rickshaw fare #JustHeard
— Riteish Deshmukh (@Riteishd) September 24, 2014