সুইমসুটে মানুষী, বিশ্ব সুন্দরীর এই ছবি দেখেছেন..

এবার সুইমসুটে দেখা গেল বিশ্ব সুন্দরী মানুষী ছিল্লারকে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন মানুষী। ওই ছবিতে পুলের পাশে বসে থাকতে দেখা যায় মানুষীকে।

Updated By: Feb 14, 2018, 07:53 PM IST
সুইমসুটে মানুষী, বিশ্ব সুন্দরীর এই ছবি দেখেছেন..

নিজস্ব প্রতিবেদন : এবার সুইমসুটে দেখা গেল বিশ্ব সুন্দরী মানুষী ছিল্লারকে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন মানুষী। ওই ছবিতে পুলের পাশে বসে থাকতে দেখা যায় মানুষীকে।

আরও পড়ুন : ভ্যালেন্টাইনস ডে-তে করণের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করলেন বিপাশা

জানা যায়, ছুটি কাটাতে গিয়ে ওই ছবি শেয়ার করেন মানুষী। সোশ্যাল সাইটে সেই ছবি শেয়ার করতেই বিশ্ব সুন্দরীর ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ে। ঘুরতে গিয়ে পুলের পাশে সুইমসুট পরে ছবি শেয়ার করতে দেখা যায় মানুষীকে, তেমনি তাঁর আরও একটি ছবি চোখে পড়ে।

দেখুন সেই ছবি...

 

 

This valentines let’s fall in love with the imperfectly beautiful people we all are

A post shared by Manushi Chhillar (@manushi_chhillar) on

 

 

Summer vibes

A post shared by Manushi Chhillar (@manushi_chhillar) on

২০১৭ সালে 'ফেমিনা মিস ইন্ডিয়া'-র মুকুট পরার পর উড়ে যান বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায়। তাবড় সুন্দরীদের পিছনে ফেলে অবশেষে বিশ্ব সুন্দরীর মুকুট মাথায় ওঠে মানুষী ছিল্লারের। হরিয়ানার মেডিক্যালের ছাত্রী মানুষী ছিল্লারের বিশ্ব জয়ে রীতিমত হুলুস্থুল পড়ে যায়। তবে এখনই বলিউডে আসার কোনও ইচ্ছে নেই, মেডিক্যালের পড়াশোনা শেষ করতে চান বলে জানান মানুষী। কিন্তু, বিশ্ব সুন্দরীর মুকুট মাথায় পরার পর একের পর এক ফটোসুট শুরু করেন মানুষী। সেই সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানেও হাজির হতে দেখা যায় তাঁকে। কিন্তু, শিগগিরই তিনি বলিউডে ডেবিউ করবেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু বলেননি।

.