করোনা জয়ী মনামী বিশ্বাসের সঙ্গে লাইভ আড্ডায় মিমি চক্রবর্তী
করোনা যুদ্ধে জয়ী সেই মনামীকে নিয়ে ইনস্টাগ্রামে লাইভ করতে চলেছেন যাদবপুরের সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=qJAr6qVx)
![করোনা জয়ী মনামী বিশ্বাসের সঙ্গে লাইভ আড্ডায় মিমি চক্রবর্তী করোনা জয়ী মনামী বিশ্বাসের সঙ্গে লাইভ আড্ডায় মিমি চক্রবর্তী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/04/25/246098-3326666.jpg)
নিজস্ব প্রতিবেদন : স্কটল্যান্ডে পড়তে গিয়েছিলেন কলকাতার বাসিন্দা মনামী বিশ্বাস। ফিরে এসে বেলেঘাটা আইডি-তে করোনা পরীক্ষা করান তিনি। জানতে পারেন কোভিড-১৯ আক্রান্ত তিনি। বেশকিছুদিন বেলেঘাটা আইডি-তে ভর্তি ছিলেন। তবে সম্প্রতি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মনামী। করোনা যুদ্ধে জয়ী সেই মনামীকে নিয়ে ইনস্টাগ্রামে লাইভ করতে চলেছেন যাদবপুরের সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী।
রবিবার, ২৬ মে, সন্ধে ৬টায় নিজের ইনস্টাগ্রামে লাইভ করবেন মিমি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই করোনা জয়ী মনামী বিশ্বাসের সঙ্গে কথা বলবেন সাংসদ অভিনেত্রী। তবে মনামী বিশ্বাসের সঙ্গে মিমির লাইভে কী কী বিষয় উঠে আসবে তা জানতে গেলে রবিবার সন্ধে ৬টা পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।
আরও পড়ুন-লকডাউনে বাড়িতে বোনের কাছেই চুল কাটলেন দাদা দেব
আরও পড়ুন-লকডাউনে গাছের পরিচর্যায় ব্যস্ত রচনা বন্দ্যোপাধ্যায়, ধর পড়লেন নো মেকআপ লুকে...
প্রসঙ্গত, লকডাউনে ঠিক আগেই লন্ডন থেকে ছবির শ্যুটিং ফেলে রেখে দেশে ফিরে আসেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। তারপর ২১ দিন হোম কোয়ারেন্টাইনে সকলের থেকে পুরোপুরি আলাদা ছিলেন। তবে দেশে ফেরার পর থেকেই করোনা নিয়ে মানুষকে সচেতন করতে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছেন মিমি। কখনও ইনস্টাগ্রামে নানান ভিডিয়ো পোস্ট করে মানুষকে সচেতন করেছেন। কখনও আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'চা কাকু'র মতো গরিব মানুষের বাড়িতে রেশন পৌঁছে দিয়েছেন। করোনা নিয়ে সচেতন করতে করোনা জয়ী মনামী বিশ্বাসকে নিয়ে ইনস্টাগ্রাম লাইভ আড্ডায় আসতে চলেছেন মিমি চক্রবর্তী।