চারটি আপত্তিকর দৃশ্য ছেঁটে পাশ `মিস লাভলি`নিয়ে কপালে হাত সেন্সর বোর্ডের

বলিউডের সবচেয়ে `উত্তেজক সিনেমা`কে নিয়ে সেন্সর বোর্ডে অবশেষে রায় দিল। মাত্র ৪টি দৃশ্যকে কাটছাঁট করে প্রাপ্ত বয়স্কদের জন্য সিনেমা হিসাবে মিস লাভলি-কে ছাড়পত্র দিল সেন্সরবোর্ড। অথচ এই সিনেমার অন্তত ১৭৬ টি দৃশ্যে আপত্তিকর অংশ রয়েছে বলে অভিযোগ জমা পড়ে। কিন্তু কান চলচ্চিত্র উত্‍সবে প্রশংসিত এই সিনেমাটি থ

Updated By: Jan 12, 2014, 06:35 PM IST

বলিউডের সবচেয়ে `উত্তেজক সিনেমা`কে নিয়ে সেন্সর বোর্ডে অবশেষে রায় দিল। মাত্র ৪টি দৃশ্যকে কাটছাঁট করে প্রাপ্ত বয়স্কদের জন্য সিনেমা হিসাবে মিস লাভলি-কে ছাড়পত্র দিল সেন্সরবোর্ড। অথচ এই সিনেমার অন্তত ১৭৬ টি দৃশ্যে আপত্তিকর অংশ রয়েছে বলে অভিযোগ জমা পড়ে। কিন্তু কান চলচ্চিত্র উত্‍সবে প্রশংসিত এই সিনেমাটি থেকে ওই দৃশ্যগুলি বাদ দিলে ছবির আসল কনটেন্টকে নষ্ট করা হবে বলে অপরবর্তীত রাখা হল।

প্রশ্ন উঠছে এত উত্তেজক একটি সিনেমাকে ছাড়পত্র দিয়ে কি সেন্সরবোর্ড একটু বেশি সাহস দেখিয়ে ফেলল? সিনেমাটিতে আছেন নবাগতা নীহারিক সিং, নওয়াজউদ্দিন সিদ্দিকি।

২০১২ সালে ১৮তম কলকাতা চলচ্চিত্র উত্‍সবে দেখানো হয়েছিল অসীম আলুওয়ালি পরিচালিত এই সিনেমাটি।

.