close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

বাথটাবের 'হট' ছবি পোস্ট মনামীর

মনামীর ভিয়েতনাম ভ্রমণের এমনই এক ছবি মন কেড়েছে নেটিজেনদের।

Updated: Oct 19, 2019, 07:27 PM IST
বাথটাবের 'হট' ছবি পোস্ট মনামীর

নিজস্ব প্রতিবেদন: বাথটাবে বসে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন মনামী ঘোষ। তাঁর ছোট করে কাটা চুলে ঠিক যে 'বার্বি ডল'-এর মতোই দেখাচ্ছে অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মনামীর ভিয়েতনাম ভ্রমণের এমনই এক ছবি মন কেড়েছে নেটিজেনদের।

পুজোর ঠিক পরপরই ভিয়েতনামের উদ্দেশ্যে উড়ে গিয়েছিলেন মনামী ঘোষ। ভিয়েতনাম ভ্রমণের নানান ক্যামেরাবন্দি ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। 

আরও পড়ুন- মাসাইমারাতে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের ভূমিকায় দেব-রুক্মিণী, জঙ্গলে ক্যামেরাবন্দি দেব-রুক্মিণীর নানান মুহূর্ত

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

শুধু নিজের ইনস্টা প্রোফাইলে নয়, নিজের ইউটিউব চ্যানেলে ভিয়েতনাম ভ্রমণের নানান ভিডিয়ো পোস্ট করেছেন মনামী। তাতে কখনও সাপা থেকে ট্রেন সফর করার ভিডিয়োও রয়েছে, আবার রয়েছে ভিয়েতনামের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ঘুরে বেড়ানোর নানান ভিভিয়ো। পোস্ট করেছেন ভিয়েতনামের লাও কাই রেল স্টেশন থেকে ট্রেন সফর থেকে হালং উপসাগরে নৌকা বিহারের নানান ভিডিয়ো।

আরও পড়ুন-বাংলা ওয়েব সিরিজে পায়েল-মুমতাজের সঙ্গে রজত কাপুর

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

প্রসঙ্গত, টেলি অভিনেত্রী হিসাবে বেশ জনপ্রিয় মনামী। তাঁর ইরাবতীর চুপকথা' ধারাবাহিকটি বেশ জনপ্রিয়। এই ধারাবাহিকে ইরার ভূমিকায় বেশ জনপ্রিয় মনামী।