মাদার্স ডে: মা অমৃতা সিং ও দিদা রুখসানা সুলতানার কোলে ছোট্ট সারা, ছবি পোস্ট অভিনেত্রীর
মাদার্স ডে-তে মা অমৃতা সিং-কে শুভেচ্ছা জানিয়ে এমনই একটি অদেখা ছবি শেয়ার করেছেন সারা আলি খান।
নিজস্ব প্রতিবেদন : দিদা রুখসানা সুলতানা (অমৃতা সিংয়ের মা)র কোলে ছোট্ট সারা। তখন সবেমাত্র জন্ম হয়েছে অমৃতা ও সইফ আলি খানের কন্যার। মাদার্স ডে-তে মা অমৃতা সিং-কে শুভেচ্ছা জানিয়ে এমনই একটি অদেখা ছবি শেয়ার করেছেন সারা আলি খান।
মাদার্স ডে-উপলক্ষে সারা আলি খানের পোস্ট করা এই ছবিতে তিন প্রজন্মকে দেখা যাচ্ছে। এখানে সারার মা অমৃতা সিং এবং তাঁর মা রুকসানা সুলতানা দুজনকে দেখা যাচ্ছে। ছবিটি পোস্ট করে সারা লিখেছেন, ''আমার মায়ের মা। মায়েদের সৃষ্টি করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।''
প্রসঙ্গত, অমৃতা সিংয়ের মা রুখসানা সুলতানা ছিলেন ইসলাম ধর্মাবলম্বী ও বাবা হলেন শিবিন্দর সিং ছিলেন শিখ পাঞ্জাবি পরিবারের। যদিও পরবর্তীকালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। তখন থেকে অমৃতা সিং মায়ের কাছেই থাকতেন। এদিকে সইফ আলি খানের সঙ্গে অমৃতার বিয়ের পর ১৯৯৫ সালে ১২ অগস্ট জন্ম হয় সারা আলি খানের। সইফ আলি খানের সঙ্গে অমৃতা সিং-এর বিবাহ বিচ্ছেদের পর মেয়েকে একা হাতেই মানুষ করেছেন অমৃতা সিং। সারা বলিউডে নিজের কেরিয়ার গড়ার পর মাঝে খবর শোনা গিয়েছিল, তিনি নতুন ফ্ল্যাট কিনে আলাদা থাকা শুরু করেছেন। সে খবর পুরোটাই ভুল জানিয়ে সারা জানিয়েছিলেন, '' আমি মায়ের সঙ্গে থাকি, এবং আমার গোটা জীবনটা মায়ের সঙ্গেই থাকতে চাই। উনি (মা) যখন আমার বিয়ের পরিকল্পনা করেন তখন আবার দুঃখও পান। আমি বলেছি, আমার বিয়ের পরেও আমার সঙ্গে থাকতে। আর তাতে সমস্যাই বা কোথায়?
সারার কথায়, ''আমি মায়ের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। যখন কিছুদিনও মা আমার থেকে দূরে থাকে আমার মন খারাপ করে। আমি সব সময় মায়েসর নজরে থাকি। ওনার ঝুলিতে আমার জন্য সবসময় ভালোবাসা পূর্ণ থাকে। আমার আমাই আমায় পরিচালনা করে, আমার সমস্ত দুশ্চিন্তা নিজে নিয়ে নেন।''