নিজস্ব প্রতিবেদন : বর্তমানে কানাডার বাসিন্দা তিনি। হলিউডের পাশাপাশি বলিউডেও বেশকিছু ছবিতে অভিনয় করেছেন লিজা। ২০০২ সালে আফতাব শিবদাসানির বিপরীতে 'কসুর' ছবিতে অভিনয় করেছিলেন। তারপর ২০০৫-এ জন আব্রাহামের বিপরীতে 'ওয়াটার', ২০১৬-তে ইশক ফরএভার, এছাড়াও আরও বেশকিছু বলিউডের ছবিতে অভিনয় করেছেন লিজা। পাশাপাশি, মডেলিং দুনিয়াতেও বেশ পরিচিত নাম তিনি। সুনাম আছে লেখিকা হিসাবেও তবে অনেকেই হয়ত জানেন না লিজার বাড়ির এই পশ্চিমবঙ্গেই।

হ্যাঁ, ঠিকই শুনছেন, লিজা রে-এর বাবা হলেন বাঙালি। নাম, এল কে দত্ত। যাঁর বাড়ি হুগলির শ্রীরামপুরে। তবে লিজার মা পোল্যান্ডের বাসিন্দা, নাম জেনিফার দত্ত। লিজার পুরো নাম লিজা রানি রে। লিজার একদন ছোটবেলা কেটেছে শ্রীরামপুরের বাড়িতেই। সম্প্রতি, সোশ্যাল মিডিয়াতে ছোটবেলার শ্রীরামপুরের বাড়ির কিছু মুহূর্ত শেয়ার করেছেন লিজা। যেখানে তাঁর বাবা-মা ছাড়াও শ্রীরামপুরে তাঁর কিছু আত্মীয়র ছবিও রয়েছে।

আরও পড়ুন-রক্ত থেকে প্লাজমা নিয়ে হবে চিকিৎসা, করোনা রোগীদের জন্য রক্ত দিলেন জোয়া মোরানি

লিজা লিখেছেন, তিনি তাঁর পরিবারের এই অ্যালবাম খুঁজে পেয়েছেন। যেটা তাঁরা সিঙ্গাপুরে চলে আসার পর বাক্সবন্দী হয়ে ছিল। লিজার কথায়, তাঁর মা মনের দিক থেকে পুরোপুরি ভারতীয় ছিলেন। যিনি সেসময় তাঁর বাবা অর্থাৎ কলকাতা থেকে পড়তে আসা পিএইচডির ছাত্রকে বিয়ে করেন। এই ছবিগুলি তাঁদের পৈত্রিক বাড়ি শ্রীরামপুরে তোলা।

ছবিতে বাবা-মায়ের সঙ্গে ছোট্ট লিজা

ছবিতে ঠাকুমা,দাদু , মা এবং পরিবারের অন্যান্যদের সঙ্গে লিজা রে

  ১০ মে মাদার্স ডে উপলক্ষেও তাঁর মা ও পরিবারের অন্যান্যদের সঙ্গে ছবি পোস্ট করেছেন বলিউড ও হলিউড অভিনেত্রী লিজা রে। 

আরও পড়ুন-মাদার্স ডে: মা অমৃতা সিং ও দিদা রুখসানা সুলতানার কোলে ছোট্ট সারা, ছবি পোস্ট অভিনেত্রীর

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by lisaraniray (@lisaraniray) on

৮ মে, শুক্রবার ২৫শে বৈশাখে শান্তিনিকেতনে পড়ানোর সময় রবীন্দ্রনাথের একটি পুরনো ছবিও পোস্ট করেছিলেন লিজা। আবার সত্যজিত রায়ের জন্মদিনেও শেয়ার করেছিলেন তাঁর একটি ছবি। তিনি যে মনেপ্রাণে বাঙালি তা তাঁর এই পোস্ট দেখেই বোঝা যায়।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Repost from @takeonart using @RepostRegramApp - Rabindranath Tagore, the literary scholar, polymath, poet, musician and artist, is best known for reshaping Bengali literature, and Indian art. Tagore began painting relatively late in his career when he was in his sixties. Nevertheless he produced thousands of works and was the first Indian artist to exhibit his works across Europe, Russia and the United States in 1930. His painting style was very individual, characterised by simple bold forms and a rhythmic quality, and later served to inspire many modern Indian artists. Santiniketan embodies Rabindranath Tagore’s vision of a place of learning that is unfettered by religious and regional barriers. Established in 1863 with the aim of helping education go beyond the confines of the classroom, Santiniketan grew into the Visva Bharati University in 1921, attracting some of the most creative minds in the country. In celebration of Santiniketan’s Centenary, our latest issue TAKE Bengal (Part I) explored the history and the contemporary situations in Bengal in order to regenerate an alternate form of history writing. We pay tribute to the great Tagore on his birth anniversary. Here is an image of Rabindranath Tagore interacting with students from TAKE Bengal (Part 1). Image courtesy to Argha Kamal Ganguly. #RabindranathTagore #BirthAnniversary #BengalSchool #BengalArt

A post shared by lisaraniray (@lisaraniray) on

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Repost from @calcuttawalks using @RepostRegramApp - Somehow I feel that an ordinary person–the man in the street if you like – is a more challenging subject for exploration than people in the heroic mold. It is the half shades, the hardly audible notes that I want to capture and explore. The essence of the spirit of humanity shone through in every sphere of Ray's works. We can't get enough of Ray ever because there is so much to explore in his films. Today is his 99th birth anniversary and the sheer repertoire of this genius is incredible. Movie maker, novelist, artiste , musician , name it and he aced it. Which is your favourite Ray film ? Or your favourite Ray novel ? All images from the Internet. #satyajitray

A post shared by lisaraniray (@lisaraniray) on

প্রসঙ্গত, লিজার ছোটবেলা কেটেছে শ্রীরামপুরে। বাবা বাঙালি হওয়ার দৌলতে সত্য়জিৎ রায়ের সিনেমাও দেখেছেন লিজা। পরবর্তীকালে স্কুলে পড়ার সময় কানাডা-তে চলে আসেন লিজা। তারপর থেকে সেখানেই রয়েছেন। লিজা কানাডার বাসিন্দা জেসন দেনি-কে বিয়ে করেছেন। বেশ কয়েকবছর আগে তিনি ক্যানাসারে ভুগছিলেন বলেও জানিয়েছেন লিজা। তবে তিনি সুস্থ হয়ে উঠেছেন বলেও জানিয়েছেন।

আরও পড়ুন-মাদার্স ডে ২০২০: মায়েদের সঙ্গে ছবি পোস্ট করলেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা, রাজ, শুভশ্রীরা

English Title: 
Mother’s Day 2020: Lisa Ray Shares Throwback Pictures of Her Mother And It Will Melt Your Heart
News Source: 
Home Title: 

মা-বাবার সঙ্গে শ্রীরামপুরের বাড়িতে, ছোটবেলার ছবি পোস্ট বলিউড-হলিউড খ্যাত অভিনেত্রীর

মা-বাবার সঙ্গে শ্রীরামপুরের বাড়িতে, ছোটবেলার ছবি পোস্ট বলিউড-হলিউড খ্যাত অভিনেত্রীর
Yes
Is Blog?: 
No