ভিডিয়ো: নিজের হাতে শিশুদের মাস্ক পরিয়ে দিচ্ছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান
ঠাসা কর্মসূচির মধ্যেই শিশুদের মধ্যে মাস্ক বিতরণ করলেন নুসরত। নিজের হাতে বেঁধে দিলেন মাস্ক।
নিজস্ব প্রতিবেদন: নিজের হাতে শিশুদের মাস্ক পরিয়ে দিলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। মঙ্গলবার ঠাসা কর্মসূচি ছিল তাঁর। সকালেই সাড়ে ১১ টা নাগাদ ভারতী বিদ্যায়তনের প্রাচীর নির্মাণের শুভারম্ভ করেছেন তিনি। তাঁর সাংসদ তহবিলের স্থানীয় অঞ্চল উন্নয়ন স্কিমের টাকাতেই তৈরি হচ্ছে এই প্রাচীর।
এরপর টাকি সংস্কৃতি মঞ্চে দীপেন্দু বিশ্বাসের উপস্থিতিতে সাপ্তাহিক পত্রিকা উন্মোচন ও "বিধায়ক অ্যাপ" প্রকাশ করেন এই তারকা রাজনীতিবিদ। এই ঠাসা কর্মসূচির মধ্যেই শিশুদের মধ্যে মাস্ক বিতরণ করলেন নুসরত। নিজের হাতে বেঁধে দিলেন মাস্ক।
নিজের হাতে শিশুদের মাস্ক পরিয়ে দিচ্ছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান#Zee24Ghanta pic.twitter.com/h3t4ozg0xv
— zee24ghanta (@Zee24Ghanta) September 8, 2020
শুধু তাই নয়, এরপর বিকেলে হিঙ্গলগঞ্জ কলেজে আমপানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে চেক ও সোলার আলো তুলে দেবেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। সেখানে উপস্থিত থাকবেন বিধায়ক দেবেশ মন্ডলও।
আরও পড়ুন: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু : রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করল NCB