বিতর্কের গড অফ মেসেঞ্জার ১০০ কোটির দোরগোড়ায়

এই বছর এখনও হিটের মুখ দেখেনি বক্সঅফিস। মুখ থুবড়ে পড়েছে রয়, কূল পায়নি অ্যালোন। পিকু, এনএইচটেনের দিকে যখন তাকিয়ে রয়েছে বলিউড, তখন বক্সঅফিসে লক্ষ্মী আনছে গুরমিত রাম রহিম সিন ইনসানের এমএসজি-দ্য মেসেঞ্জার।

Updated By: Feb 19, 2015, 09:08 PM IST
বিতর্কের গড অফ মেসেঞ্জার ১০০ কোটির দোরগোড়ায়

ওয়েব ডেস্ক: এই বছর এখনও হিটের মুখ দেখেনি বক্সঅফিস। মুখ থুবড়ে পড়েছে রয়, কূল পায়নি অ্যালোন। পিকু, এনএইচটেনের দিকে যখন তাকিয়ে রয়েছে বলিউড, তখন বক্সঅফিসে লক্ষ্মী আনছে গুরমিত রাম রহিম সিন ইনসানের এমএসজি-দ্য মেসেঞ্জার।

বিতর্কের মাঝেও ৬ দিনে এমএসজি-দ্য মেসেঞ্জারের ঝুলিতে এসেছে ৮৯ কোটি। বেবির পর বছরের দ্বিতীয় ১০০ কোটির ছবি হতে চলেছে এমএসজি। এমনকী, যেই বছর হিট ছবির সংখ্যাই খুব কম, সেখানে বছরের অন্যতম হিটও হয়ে যেতে পারে। যেই সিনেমার জেরে কার্যত গোটা সেন্সর বোর্ডকে পদত্যাগ করতে হয়েছিল, বিতর্কের ঝড় উঠেছিল রাজনীতি থেকে বলিউডে, সেই ছবিই লক্ষ্মী এনে দিল বক্সঅফিসকে। যদিও, আমজনতা নয়, বাবার দেশজোড়া ভক্তকূলের মাত্রাতিরিক্ত উত্‍সাহ এই সাফল্যের কারণ।

শুধু অভিনয় নয়, গুরমিত রাম রহিম সিং এই ছবির গল্পো লিখেছেন, পরিচালনা করেছেন, সঙ্গীত পরিচালনাও করেছেন। ভক্তদের ভাল লেগেছে রাম রহিমের রকস্টার অবতার। আর তাদেরই কৃপায় বিতর্ককে পিছনে ফেলে এগিয়ে চলেছে এমএসজি।

 

.