ধর্ষণের অভিযোগে গ্রেফতার জনপ্রিয় টেলিভিশন অভিনেতা
সংবাদ সংস্থা ANI সূত্রে এমনটাই খবর মিলেছে।
![ধর্ষণের অভিযোগে গ্রেফতার জনপ্রিয় টেলিভিশন অভিনেতা ধর্ষণের অভিযোগে গ্রেফতার জনপ্রিয় টেলিভিশন অভিনেতা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/05/06/191208-675-68-080.jpg)
নিজস্ব প্রতিবেদন: ধর্ষণের মামলায় গ্রেফতার মুম্বইয়ের জনপ্রিয় টিভি তারকা করণ ওবেরয়। সংবাদ সংস্থা ANI সূত্রে এমনটাই খবর মিলেছে।
Mumbai:TV Actor Karan Oberoi arrested by police in connection with an alleged rape case. More details awaited.
— ANI (@ANI) May 6, 2019
জানা যাচ্ছে, করণ ওবেরয়ের বিরুদ্ধে মুম্বইয়ের ওশিওয়ারা থানায় ৩৭৬ ধারায় ধর্ষণ ও ৩৮৪ ধারায় ব্ল্যাকমেলের অভিযোগ দায়ের করা হয়। অভিনেতা তথা মডেল করণ ওবেরয়ের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ এনেছেন অভিযোগকারিণী। শুধু তাই নয়, জানা যাচ্ছে করণ ওবেরয় ওবেরয়ের বিরুদ্ধে শুধু ধর্ষণের অভিযোগই নয়, ব্যক্তিগত ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগও এনেছেন ওই মহিলা।
জানা যাচ্ছে, মহেশ ভাটের 'স্বভিমান' ধারাবাহিকের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেছিলেন করণ। পরবর্তীকালে 'জসসি জ্যায়সি কোয়ি নেহি'তে অভিনয় করে যথেষ্ঠ পরিচিতি পান।
আরও পড়ুন-"মা তুঝে সালাম", গৌরি খানকে কুর্নিশ জানালেন কিং খান