ফিল্মফেয়ারের পর জি সিনে অ্যাওয়ার্ডসের মিউজিক নমিমেশনেও বাঙালি রাজ

আর মাত্র ২ দিন। তারপরই মু্ম্বই সাজবে জি সিনে অ্যাওয়ার্ডসের আসরে। সব বিভাগের সঙ্গে প্রকাশিত হল মিউজিকের নমিনেশনও। প্রতিবারের মতো এবারে তালিকায় রাজত্ব করছে বাঙালিরাই।

Updated By: Feb 6, 2014, 10:41 PM IST

আর মাত্র ২ দিন। তারপরই মু্ম্বই সাজবে জি সিনে অ্যাওয়ার্ডসের আসরে। সব বিভাগের সঙ্গে প্রকাশিত হল মিউজিকের নমিনেশনও। প্রতিবারের মতো এবারে তালিকায় রাজত্ব করছে বাঙালিরাই।

সেরা প্লেব্যাক (গায়ক )

অমিতাভ ভট্টাচার্য-তেরা রাস্তা(চেন্নাই এক্সপ্রেস)
অরিজিত্ সিং-তুম হি হো(আশিকি টু)
আতিফ আসলাম-জিনে লগা হু(রমাইয়া ভস্তাভাইয়া)
হানি সিং-লুঙ্গি ডান্স(চেন্নাই এক্সপ্রেস)
জাভেদ বশির-মেরে ইয়ার(ভাগ মিলখা ভাগ)
মিকা সিং-গন্দি বাত(আর রাজকুমার)

সেরা প্লেব্যাক (গায়িকা)

ভূমি ত্রিবেদী-রাম চাহে লীলা(গোলিওঁ কি রাসলীলা রাম লীলা)
চিন্ময়ী শ্রীপদা-তিতলি(লুটেরা)
মোনালি ঠাকুর-সাওয়ার লু(লুটেরা)
পলক মনচল-মেরি আশিকি(আশিকি টু)
শাল্মলী খোলগাড়ে-বলম পিচকারি(ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি)
শ্রেয়া ঘোষাল-সুন রহা হ্যায়(আশিকি টু)

সেরা মিউজিক

অমিত ত্রিবেদী-লুটেরা
এ আর রহমান-রঞ্ঝনা
জিত্ গাঙ্গুলি, মিঠুন, অঙ্কিত তিওয়ারি-আশিকি টু
প্রীতম-ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি
শঙ্কর এহসান লয়-ভাগ মিলখা ভাগ
বিশাল শেখর-চেন্নাই এক্সপ্রেস

সেরা লিরিক

স্বনন্দ কিরকিরে-মাঞ্ঝা(কাই পো চে)
অমিতাভ ভট্টাচার্য-কবিরা(ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি)
অমিতাভ ভট্টাচার্য-শিকায়তেঁ(ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি)
মিথুন-তুম হি হো(আশিকি টু)
প্রসুন জোশি-জিন্দা(ভাগ মিলখা ভাগ)
সন্দীপ নাথ-শুন রহা হ্যায়(আশিকি টু)

.