বৈঠকী আড্ডায় মিউজিক লঞ্চ কার্জনের কলমের

Updated By: Oct 26, 2017, 11:04 AM IST
বৈঠকী আড্ডায় মিউজিক লঞ্চ কার্জনের কলমের

নিজস্ব প্রতিবেদন: ফিতে কেটে মিউজিক লঞ্চ নয়। একেবারে বৈঠকী আড্ডার কায়দাতেই হয়ে গেল শৌভিক মিত্র পরিচালিত ছবি কার্জনের কলমের মিউজিক লঞ্চ।

অবশ্যই পড়ুন- দেবকে বিয়ে করছেন পাওলি

দুর্গাপুজো, রহস্য আবার কমেডি। এই তিন বিষয়ের মেলবন্ধনেই তৈরি কার্জনের কলম। মিউজিক লঞ্চে এসে পরিচালক শৌভিক মিত্র নিজের অভিজ্ঞতা জানালেন। ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন দেবজ্যোতি মিশ্র। ছবিতে যেমন রেখেছেন আগমনী, তরজা, কবিগান, তেমনই মিউজিক লঞ্চও সারলেন বৈঠকী আড্ডার কায়দায়। ছবিতে গান গেয়েছেন ইমন চক্রবর্তী। বহুদিন পর বাংলা ছবিতে এমন গানে বেশ আশাবাদী তিনি। বেশ কিছুদিন পর অভিনেতা সাহেব ভট্টাচার্য আবার পর্দায়। ছবি এবং ছবির গান নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

 

.