Drug Case: এবার Sushant Singh Rajput-র বন্ধুকে আটক করল NCB
প্রসঙ্গত, বেশকিছুদিন ধরেই ঋষিকেশ পাওয়ারের খোঁজ চালাচ্ছিল NCB।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![Drug Case: এবার Sushant Singh Rajput-র বন্ধুকে আটক করল NCB Drug Case: এবার Sushant Singh Rajput-র বন্ধুকে আটক করল NCB](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/02/02/304474-56985689549.jpg)
নিজস্ব প্রতিবেদন : মাদক মামলায় নয়া মোড়। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) বন্ধু তথা সহ পরিচালক ঋষিকেশ পাওয়ার (Rishikesh Pawar)কে আটক করল NCB। ইতিমধ্যেই তাঁকে মাদক মামলায় জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। প্রসঙ্গত, বেশকিছুদিন ধরেই ঋষিকেশ পাওয়ারের খোঁজ চালাচ্ছিল NCB।
মাদক মামলায় ঋষিকেশ পাওয়ারকে এর আগেও জিজ্ঞাসাবাদ করেছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। মাদক সরবরাহকারী, রিয়া চক্রবর্তী সহ একাধিক জনকে জিজ্ঞাসাবাদে ঋষিকেশ পাওয়ারের নাম জানতে পেরেছিল NCB। তিনিই সুশান্ত সিং রাজপুতকে মাদক সরবরাহ করতেন বলে খবর। সুশান্তের রাঁধুনি দীপেশ সাওয়ান্তকে জিজ্ঞাসাবাদেও ঋষিকেশ পাওয়ারের নাম উঠে আসে। তারপর ঋষিকেশের বাড়িতে তল্লাশি চালিয়ে ল্যাপটপ-হার্ডডিস্ক উদ্ধার করেন NCB আধিকারিকরা। জানা যাচ্ছে, গত ৮ জানুয়ারি থেকে ঋষিকেশের খোঁজ চালাচ্ছিল NCB। তবে তিনি ফেরার ছিলেন।
Narcotics Control Bureau (NCB) has detained Sushant Singh Rajput's friend, assistant director Rishikesh Pawar, for questioning: NCB. #Maharashtra
— ANI (@ANI) February 2, 2021
প্রসঙ্গত, ঋষিকেশ পাওয়ার শুধু সুশান্ত সিং রাজপুতের বন্ধু ছিলেন না, তাঁর ড্রিম প্রজেক্টের সহ পরিচালকও ছিলেন।
আরও পড়ুন-প্রথমবার ছবি পরিচালনায়, তিক্ত হয়ে যাওয়া সম্পর্কের গল্প বলবে Sreelekha -র ছবি